টানা চতুর্থ দিন বাংলায় একদিনে ৩ হাজারের বেশি করোনা আক্রান্ত,তবে স্বস্তির কথা, বাড়ছে সুস্থতার হার
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩২ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট টেস্টের সংখ্যা ১৩ লক্ষ ৪৭ হাজার ৯১
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বস্তির খবর হল, সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্থতার হারও লাগাতার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২জন।এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭০৩ জন।সুস্থতার হার ৭৫ শতাংশ।
এদিকে উদ্বেগ আরও বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে কলকাতাকে পেছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা।গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তবে সংক্রমণের নিরিখে পিছিয়ে পড়লেও, দুর্ভাগ্যজনক বিষয় হল, কলকাতায় মৃত্যুর সংখ্যা অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৪৮জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সংক্রমের নিরিখে অনেকটা ওপরে উঠে এসেছে দক্ষিণ দিনাজপুর। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন।তবে স্বস্তির খবর হল, কারোর মৃত্যু হয়নি। পূর্ব মেদিনীপুরেও সংক্রমণ বৃদ্ধি উদ্বেগের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। ভাল খবর হল, এখানেও কারোর মৃত্যু হয়নি। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৭৩ জনের।
তবে, স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টার নিরিখে মৃতের সংখ্যা কমেছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।রবিবার সংখ্যাটা ছিল ৫১। শনিবার ৫৮!শুক্রবার সংখ্যাটা ছিল ৬০!
টানা চতুর্থ দিন বাংলায় একদিনে ৩ হাজারের বেশি করোনা আক্রান্ত হলেন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ,গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০ জন।রবিবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৬,শনিবার ৩ হাজার ৭৪ ও শুক্রবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৩৫।
সোমবারের পরিসংখ্গযান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার ৮০ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের। সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় কলকাতাকে টপকে গেছে উত্তর ২৪ পরগনা। তবে স্বস্তির কথা, রাজ্যে বাড়ছে সুস্থতার হার। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭০৩ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -