Bengal Lockdown Restrictions: আংশিক লকডাউন আরও কড়া, নতুন নির্দেশিকায় কী কী বদল
করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জেরে আংশিক লকডাউন আরও কড়া করল রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে নতুন নির্দেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে।
বদলাচ্ছে বাজার-দোকান খোলা থাকার নিয়ম। সকাল ৭ টা থেকে ১০টা আগের মতোই খোলা থাকলেও দুপুর ৩ থেকে ৫টা বদলে এবার বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার-হাট।
সংখ্যায় অর্ধেক হয়ে যাচ্ছে গণ পরিবহনের বাসের সংখ্যা।
একইভাবে অর্ধেক করে দেওয়া হচ্ছে মেট্রো সংখ্যাও। বাইরে বেরোনোর ক্ষেত্রে বাধ্যতামূলক মাস্ক পরা।
ব্যাঙ্কে খোলা থাকার নিয়মেও হচ্ছে বদল। সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে।
এছাড়া গয়নার দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা থাকবে। আগের মতোই মুদিখানা, ওষুধ ও হোম ডেলিভারি আসছে না লকডাউনের আওতায়।
৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। কোনও জমায়েত করতে নিতে হবে ছাড়পত্র। আগের মতোই রেস্তোরাঁ, বার, স্পা, জিম বন্ধই থাকছে পরবর্তী নির্দেশ না বেরোনো পর্যন্ত।
বিমানে রাজ্যে আসতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। জরুরী ভিত্তিতে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -