Paray Sikshalay : ২ বছর পর চেনা হুড়োহুড়ি, 'পাড়ায় শিক্ষালয়ে' উচ্ছ্বাসের বাঁধ ভাঙল কচিকাঁচাদের
শুরু পাড়ায় শিক্ষালয়
1/10
আজ থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয়।
2/10
প্রায় ২ বছর পর সহপাঠীদের সঙ্গে মুখোমুখি হল পড়ুয়ারা
3/10
দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় ছোটদের উত্সাহ, উচ্ছ্বাস আর ধরে না।
4/10
ফিরে এল সেই চেনা হুড়োহুড়ি। কেউ আবার সহপাঠীর মুখে এঁকে দিল গোঁফ।
5/10
পার্ক, ফাঁকা মাঠে ক্লাস করল কচিকাঁচা পড়ুয়ারা।
6/10
সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠনের জন্য এই উদ্যোগ।
7/10
এর আগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে গেছে স্কুল।
8/10
প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি। পার্ক, মাঠ, ক্লাবের সামনে ফাঁকা জায়গায় বসে পড়াশোনা শুরু করল কচিকাঁচা পড়ুয়ারা।
9/10
প্রথম দেখায় খেলা, হুড়োহুড়ি, মজায় মাতল পড়ুয়ারা।
10/10
জেলায় জেলায়ও শুরু পাড়ায় শিক্ষালয়।
Published at : 07 Feb 2022 09:59 PM (IST)