Bihar Election Counting : বিহারের সকালের গণনাতেই চমক, প্রাথমিক ট্রেন্ডে বহু এগিয়ে গেল ... কী বলছে ফল?
Bihar Election 2025 Results: বিহারে ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে বহু এগিয়ে NDA. একক গরিষ্ঠ দল হওয়ার দৌড়েও আগুয়ান বিজেপি।
Continues below advertisement
প্রাথমিক গণনায় এগিয়ে কারা ?
Continues below advertisement
1/7
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! তারপরই বোঝা যাবে কে বসতে চলেছেন বিহারের কুর্সিতে। তবে সকালের ট্রেন্ডেই চমক। দেখা গেল সকাল সকালই হাড্ডাহাড্ডি লড়াই।
2/7
কে বসছেন বিহারের কুর্সিতে? নীতীশ কুমার না তেজস্বী যাদব? কে হাসবেন শেষ হাসি? এখন তা জানার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে গণনা।
3/7
২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে RJD পেয়েছিল ৭৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন। বিজেপি ৭৪টি এবং JDU ৪৩টি আসনে জিতেছিল।
4/7
২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে আসার পর বিহারে মহাজোটের কাছে পরাস্ত হয়েছিল এনডিএ। গতবছর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ। এবার কি বিহারের কুর্সিও ধরে রাখবে তারা?
5/7
সকালের ট্রেন্ড বলছে, ১০৩ আসনে এগিয়ে এনডিএ। মহাগঠবন্ধন এগিয়ে আছে ৫৫ টি আসনে। অন্যান্যরা ১০ টি আসনে।
Continues below advertisement
6/7
পোস্টার ব্যালট গণনায়, লখিসরাই কেন্দ্রে এগিয়ে উপ মুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা ,রাঘোপুর কেন্দ্রে এগিয়ে তেজস্বী যাদব
7/7
পোস্টার ব্যালট গণনায়, মহুয়া কেন্দ্রে এগিয়ে তেজপ্রতাপ যাদব, আলিনগরে এগিয়ে NDA প্রার্থী মৈথিলী ঠাকুর ,গয়া কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রেম কুমার
Published at : 14 Nov 2025 08:45 AM (IST)