Bihar flood: ক্রমশ ভয়াবহ হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি
বিহারের বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার(ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোক জনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসোয়ান সর্হসা জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে মানুষকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।(ছবি সৌজন্য-পিটিআই)
সহর্সা জেলায় বন্যার জেরে সর্বশ্রান্ত হয়েছে প্রচুর মানুষ। বহু চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে।(ছবি সৌজন্য-পিটিআই)
বিহারের বন্যা দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।(ছবি সৌজন্য-পিটিআই)
বিহারের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন এনডিআরএফের সদস্যরা।(ছবি সৌজন্য-পিটিআই)
বন্যার জলে জলমগ্ন বিহারের রাজধানী পটনা।(ছবি সৌজন্য-পিটিআই)
বন্যার কবলে বিঘের পর বিঘে চাষের জমি বর্তমানে জলের তলায়। সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে সরকারের তরফে।(ছবি সৌজন্য-পিটিআই)
সুফল জেলায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। কোশী নদীর জলে ডুবেছে দ্বারভাঙা জেলার বিস্তীর্ণ অঞ্চল।(ছবি সৌজন্য-পিটিআই)
প্রচণ্ড বর্ষণ ও কোশী নদীর জল মোতিহারির একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে(ছবি সৌজন্য-পিটিআই)
অন্যদিকে সীতামারি জেলায় বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়েছে বাগমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায়। এখানকার অবস্থা সবথেকে খারাপ হয়েছে।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -