Bihar Train Accident: বক্সারের কাছে বেলাইন নর্থ-ইস্ট সুপারফাস্ট! ফিরল বালেশ্বর-আতঙ্ক?
বুধবার রাতে বিহারের বক্সারে দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়। ওই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং একাধিক যাত্রী আহত হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাত ৯টা ৩৫ মিনিটে রঘুনাথপুর স্টেশনের কাছে সুপারফাস্ট ট্রেনটি লাইনচ্যুত হয়। রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে দুটি এসি থ্রি টিয়ার কোচ ছিটকে পড়ে এবং আরও বেশ কয়েকটি কোচ ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে।
ট্রেন নম্বর 12506 উত্তর পূর্ব এক্সপ্রেসের কিছু বগি বুধবার রাত সাড়ে নটা নাগাদ দানাপুর বিভাগের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়৷
২৩ কোচের এই ট্রেনটি বুধবার সকাল সাতটা চল্লিশ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যার উদ্দেশে ছেড়েছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। এসে পৌঁছয় পুলিশও।
দ্রুত ব্যবস্থা করা হয়েছে ত্রাণের। এসে পৌঁছয় অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসক দল। স্থানীয় হাসপাতালগুলিকেও সর্তক করা হয়েছে।
দুর্ঘটনার কারণে প্রভাব পড়েছে এই রুটের ট্রেন চলাচলে। একাধিক ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকটি পিলার, বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
'বক্সারের দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, জেলা প্রশাসন, রেলের আধিকারিকরা এবং স্থানীয় বাসিন্দারা সবাই এক দল হিসেবে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওয়ার রুম চালু আছে,' সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, 'আমরা সমস্ত আধিকারিক, স্বাস্থ্য দফতর, বিপর্যয় দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। বক্সার, আরাহ, পাটনার হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফও আমরা পাঠিয়েছি। হেল্পলাইন নম্বর চালু হয়েছে।'
যাত্রী মহম্মদ নাসির জানান, তিনি ও তাঁর সঙ্গী B7 বগিতে ছিলেন। তাঁরা ঘুমোচ্ছিলেন। হঠাৎ গাড়িটি উল্টে যায়।
ডুমরাঁর বিধায়ক অজিত কুমার কুশওয়াহা বলেন, 'এটি একটি দুঃখজনক ঘটনা। ডাকা হয়েছে প্রচুর অ্যাম্বুলেন্স। আশেপাশের লোকজনও জড়ো হয়েছে। যতটা সম্ভব প্রাণ বাঁচানোর চেষ্টা করব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -