করোনা: কীভাবে সময় কাটাচ্ছেন ঘরবন্দি বলিউড তারকারা

1/6
মল্লিকা শেরাওয়াতের যোগাভ্যাস।
2/6
কুকুর ক্যাসপারের সঙ্গে মালাইকা। ছবির ক্যাপশন, লাভ ইন দা টাইম অফ করোনা।
3/6
ঘরে বসে বোর্ড গেম খেলছেন আলিয়া ভট্ট।
4/6
ছেলে লক্ষ্য ঘোড়া করেছে বাবা তুষার কপূরকে।
5/6
গত ৮ দিন ধরে ঘরবন্দি প্রীতি জিন্টা। সময় কাটাচ্ছেন মায়ের সঙ্গে। ভিডিওয় দেখা যাচ্ছে, মায়ের মাথা ম্যাসাজ করছেন প্রীতি।
6/6
করোনাভাইরাসের জেরে আপাতত বাড়িতেই রয়েছেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সলমন জানিয়েছেন, ছবি আঁকছেন তিনি। প্রথমে কালো রং পেনসিল দিয়ে, তারপর আঙুলের সাহায্যে দিচ্ছেন ছবিতে ফিনিশিং টাচ।
Sponsored Links by Taboola