এই বলি তারকাদের থেকেও সুন্দরী তাঁদের বোনেরা, দেখুন ছবি
কিয়ারা আডবাণী ও তাঁর বোন ঈশিতা। কিছুদিন আগে এনগেজমেন্ট হয়েছে ঈশিতার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাহ্নবী কপূরের ছোট বোন খুশি। দারুণ লম্বা খুশি এখন নিউ ইয়র্ক সিটিতে অভিনয়ের কোর্স করছেন।
কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্ডেল। এক সময়ের অসামান্য সুন্দরী রঙ্গোলির মুখ এক দুষ্কৃতী অ্যাসিডে পুড়িয়ে দেয়। অসংখ্য সার্জারির পর আগের চেহারার কিছুটা ফিরে পেয়েছেন তিনি।
দীপিকা পাড়ুকোনের বোন আনিশা। পেশাদার গলফ খেলোয়াড় আনিশা আন্তর্জাতিক সার্কিটে দেশের প্রতিনিধিত্ব করেন।
কার্তিক আরিয়ানের বোন কৃতিকা তিওয়ারি। পেশায় তিনি চিকিৎসক।
শিগগিরই বড় পর্দায় দেখা যাবে কৃতী শ্যাননের বোন নূপুরকে।
অর্জুন কপূরের বোন অংশুলা।
সোনম কপূরের বোন রিয়া ফ্যাশন ডিজাইনার।
সপরিবারে রণবীর সিংহ। রয়েছেন দিদি ঋতিকাও।
অনেক সুপারহিট নায়কনায়িকার বোনই চোখ ধাঁধানো সুন্দরী। কেউ বলিউডে আসতে চান, আবার কারও অভিনয়ে আগ্রহ নেই। দেখুন এমনই কয়েকজন তারকা ভগিনীর ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -