Ambedkar Jayanti 2024: বার বার প্রতিফলিত হয়েছে তাঁর সমাজ ও ধর্মভাবনা, ১৩৩তম জন্মবার্ষিকীতে বাবাসাহেবের কিছু উক্তি
নয় নয় করে সাত দশক হতে চলল তিনি নেই। কিন্তু ভীমরাও রামজি অম্বেডকর, নামটুকুই যথেষ্ট। এই একটি নাম আজও চেতনার জগতে আজও বিপ্লব সঞ্চার করতে পারে। ১৪ এপ্রিল ১৩৩তম জন্মবার্ষিকী দেশের সংবিধান রচয়িতার। এই বিশেষ দিনে তাঁর কিছু উক্তি স্মরণ করে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১) “জীবন দীর্ঘ হওয়ার চেয়ে মহৎ হওয়া উচিত।”
২) “নারীর অগ্রগতিকেই জাতির অগ্রগতির মাপকাঠি হিসেবে দেখি আমি।”
৩) “মানুষ মরণশীল। মরণশীল চিন্তাও। গাছ বসালে যেমন জল দিতে হয়, চিন্তার পরিসরেও বর্ধিত হওয়া দরকার, নইলে দুইয়েরই ক্ষয় এবং মৃত্যু অনিবার্য।”
৪) “যে ধর্ম স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব শেখায়, সেই ধর্মই আমার পছ্ন্দ।”
৫) “সামাজিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্রে টেকা দুষ্কর।”
৬) “আইন এবং শৃঙ্খলা দৈহিক রাজনীতির ঔষধ। রাজনীতি অসুস্থ হয়ে পড়লে ঔষধ বাধ্যতামূলক।”
৭) “গণতন্ত্র নিছক সরকার গঠনের মাধ্যম নয়। গণতন্ত্রের অর্থ পারস্পরিক সহাবস্থান, সম্মান এবং সম্ভ্রম।”
৮) “জলের ফোঁটা মহাসাগরের সঙ্গে মিশে নিজের পরিচয় হারায়। সমাজে থেকে মানুষ নিজের পরিচয় হারায় না। মানুষের জীবন মুক্ত। শুধুমাত্র সমাজের উন্নয়নের জন্য নয়, মানুষের জন্ম নিজের অগ্রগতির জন্যও।”
৯) “মনের উন্নতিই মানবজাতির অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।”
১০) “মানুষের জন্য ধর্মের সৃষ্টি, ধর্মের জন্য মানুষের সৃষ্টি নয়।”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -