King Charles Coronation: বার্ধক্যে পৌঁছে হল রাজ্যাভিষেক, উৎসবের মেজাজ ব্রিটেন জুড়ে, রাজা চার্লসের হাত ধরে সূচনা নবযুগের
জন্মসূত্রেই সিংহাসনের উত্তরাধিকার। দায়িত্ব গ্রহণ করেছিলেন আগেই। এ বার আনুষ্ঠানিকতা মিটল। ব্রিটেনের রাজা হিসেবে রাজ্যাভিষেক হল রাজা তৃতীয় চার্লসের। কুইন কনসর্ট হলেন তাঁর স্ত্রী ক্যামিলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানি দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠপুত্র চার্লস। শনিবার ৭৪ বছর বয়সে রাজ্যাভিষেক হল। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মহাসমারোহে সম্পন্ন হল অনুষ্ঠান। মাথায় রাজমুকুট পরলেন চার্লস। রানির শিরোপা জুটল ক্যামিলারও।
১৯৩৭ সালে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয়েছিল রাজা ষষ্ঠ জর্জের। তার পর চার্লসই প্রথম রাজা ব্রিটেনের। কারণ ১৯৫৩ সালে অভিষেকপর্ব থেকে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর, মৃত্যু পর্যন্ত সিংহাসনে ছিলেন, ষষ্ঠ জর্জের কন্যা তথা চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথ।
রানি দ্বিতীয় এলিজাবেছ ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। গত বছর মারা যান তিনি। তার পরই উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চার্লস। শনিবার প্রায় ৮ হাজার অতিথির উপস্থিতিতে সম্পন্ন হল রাজ্যাভিষেক।
প্রায় ১ হাজার বছর ধরে রাজতন্ত্রের এই প্রথা চলে আসছে সেখানে। সাবেকিয়ানার সব রীতিনীতি পিছনে ফেললেও, আজও রাজতন্ত্রকে ঝেড়ে ফেলতে পারেনি ব্রিটেন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের তরফে মাঝেমধ্যেও ওজর-আপত্তি শোনা যায় বটে। তবে ইংল্যান্ড হাসিমুখেই রাজতন্ত্রকে বিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী।
চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উৎসবের আমেজ ব্রিটেন জুড়ে। দেশ-বিদেশের স্বনামধন্যরা হাজির হন সেখানে। প্রায় ৮ হাজার অতিথির সমাগম ঘটে। এ ছাড়াও রাস্তায় নেমে আসে জনসমুদ্র। টিভির পর্দায় চোখ আটকে ছিল সাধারণ নাগরিকদের।
ঘোড়ার গাড়িতে চেপে, কড়া নিরাপত্তায় মোড়া পরিস্থিতিতে এ দিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে পৌঁছন চার্লস এবং ক্যামিলা। রীতিনীতি মেনে শুরু হয় রাজ্যাভিষেকের অনুষ্ঠান।
তবে ব্রিটেনের সিংহাসনে বসতে কম লড়াইয়ের মধ্যে দিয়ে আসতে হয়নি চার্লসকে। রানি এলিজাবেথ ব্রিটেনের দীর্ঘমেয়াদি শাসক হলেও, তাঁর ছেলে চার্লস একেবারেই না পসন্দ ছিল ব্রিটেনবাসীর। বিশেষ করে, প্রয়াত ডায়ানার সঙ্গে তাঁর দাম্পত্যের টানোপোড়েন, ক্য়ামিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বিবাহবিচ্ছেদ এবং সর্বোপরি ডায়ানার মৃত্যু, একসময় ব্রিটেনবাসীর কাছে খলনায়ক হয়ে উঠেছিলেন চার্লস। বৃদ্ধ বয়সে ক্যামিলার সঙ্গে বিবাহ নিয়েও বিদ্ধ হন সমালোচনায়।
শোনা যায়, ঢের আগেই ছেলেকে সিংহাসন ছেড়ে দিতে চেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু চার্লসের ভাবমূর্তি নিয়ে ভীত ছিলেন তিনিও। রাজ পরিবারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত ছিলেন। শেষ মেশ গত বছর তাঁর মৃত্যুর পরই রাজা হন চার্লস।
তবে এখও বিতর্ক রয়েছে তাঁকে ঘিরে। সময়ের সঙ্গে তাঁর এবং ক্যামিলার সম্পর্ক ব্রিটেনবাসী মেনে নিলেও, ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগানের সঙ্গে সংঘাত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন চার্লস।
তবে রাজ পরিবারকে এ দিন ঐক্যবদ্ধ হতে দেখা গেল। আমেরিকা থেকে উড়ে এসেছিলেন প্রিন্স হ্যারিও। তবে দেখা যায়নি তাঁর স্ত্রী মেগানকে। যুবরাজ হিসেবে প্রথম সারিতে বসার জায়গাও পাননি হ্যারি। তৃতীয় সারিতে বসতে দেওয়া হয় তাঁকে।
নিজের আত্মজীবনীতে ক্যামিলাকে সৎ মা হিসেবেই তুলে ধরেছেন হ্যারি। ডায়ানার মৃত্যুর পর রাজপরিবারে ক্যামিলার আগমন এবং তার পর চারপাশ বদলে যাওয়ার কথা ফুটে উঠেছে তাতে। একেবারে হালকা ভাবে ছুঁয়ে গেলেও, হ্যারির লেখায় ক্যামিলা অসন্তুষ্ট হন বলে শোনা যায়।
তবে সব পিছনে ফেলেই এ দিন সমবেত হন রাজ পরিবারের সদস্যরা। বাকিংহ্যাম প্যালেসের ব্যালকনিতেও একত্রিত হন। কচিকাঁচা থেকে প্রবীণ সদস্য, সকলের দেখা মেলে সেখানে। ব্রিটেনের সাধারণ নাগরিকও জমা হন একঝলক সকলকে দেখতে।
এ দিনের সমারোহে মূলত কচিকাঁচারাই সকলের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে যুবরাজ উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেটের তিন সন্তান, জর্জ, শার্লট এবং লুই। ঘোড়াগাড়িতে চেপে অনুষ্ঠানে পৌঁছন তাঁরা।
অনুষ্ঠান শেষে ব্যালকনিতে একান্তেও দেখা যায় চার্লস এবং ক্যামিলাকে। ব্রিটেনের মানুষের উদ্দেশে হাত নাড়েন তাঁরা। রাজা ও রানিকে পাশাপাশি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে। এর মধ্যে যদিও চার্লসের প্রাক্তন স্ত্রী ডায়ানার স্মৃতিও ফিরে এসেছে। ডায়ানার ভাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
চার্লসের হাত ধরে ব্রিটেনে নবযুগের সূচনা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বার্ধক্যে পৌঁছে সিংহাসন পেলেও, আধুনিক মনস্ক চার্লস সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন বলেই শোনা যায়। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা পেরিয়েও নিজের দায়িত্ব পালন করে যেতে দেখা গিয়েছে তাঁকে।
চার্লসের পর রাজা হওয়ার দৌড়ে রয়েছেন উইলিয়াম। সে ক্ষেত্রে রানি হবেন তাঁর স্ত্রী কেট। তার পর সিংহাসনের দাবিদার উইলিয়ামের তিন সন্তান। তাঁদের পর দৌড়ে রয়েছেন হ্যারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -