DA Agitation: আজ DA-আন্দোলনের শততম দিন, উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে
আজ DA-আন্দোলনের শততম দিন । শহরের রাজপথে মহার্ঘ আঁচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা।
শহিদ মিনার থেকে মিছিল করে হাজরায় পৌঁছন আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুর ১টা নাগাদ শুরু হয় মিছিল।
টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরলো শান্তিপূর্ণ ভাবেই।
মিছিলের স্লোগানের আওয়াজ চাপা দিতে রাস্তাজুড়ে মাইক লাগিয়ে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।
হরিশ মুখার্জি রোড। মুখ্য়মন্ত্রীর পাড়া। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি এই রাস্তায়।
টানা ১২ বছর, এই রাস্তায় মিছিল করতে পারেনি কোনও বিরোধী দল। প্রশাসনের তরফে অনুমতিই মেলেনি মিছিল করার।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'ডিসেম্বর থেকে জুলাই গড়াল ডিএ মামলা, পিছনের খেলা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা বন্ধ হবে। বিরোধীনেত্রী হিসেবে মমতা হকের দাবির কথা বলেছিলেন। আগামী দিনে লাগাতার কর্মবিরতি করতে, ধর্মঘটে যান। যোগ্য কর্মপ্রার্থীরাও একসঙ্গে পথে নামুন', বার্তা শুভেন্দুর ।
প্রসঙ্গত, কোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠকে মেলেনি সমাধানসূত্র। আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -