Bidhannagar Police Scooter Squad: নিরাপত্তা ও নজরদারিতে জোর, স্কুটার বাহিনী নামাল বিধাননগর পুলিশ
এর পাশাপাশি, এদিন নতুন মোবাইল অ্যাপ চালু করল বিধাননগর কমিশনারেট। নাম, বিপোল। বিধাননগর পুলিশ - এই দুই শব্দের প্রথম অংশ জুড়ে তৈরি হয়েছে এই নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাস্তায় নামানো হল স্কুটার বাহিনী। যে বাহিনীর পুলিশ কর্মীরা স্কুটারে নিয়মিত টহল দেবেন বিধাননগর এলাকায়। পাশাপাশি কুইক রেসপন্স টিমের গাড়িও উদ্বোধন হয় শুক্রবার।
অন্যান্য ফিচারের সঙ্গে এই অ্যাপে থাকছে প্যানিক বাটন। কেউ বিপদে পড়ে এই বাটন পুশ করলে পুলিশের কাছে পৌঁছে যাবে তাঁর লোকেশন। তাতে দ্রুত বিপদগ্রস্তের কাছে পৌঁছতে পারবে পুলিশ।
এই অ্যাপ আগে চালু করার চেষ্টা হলেও বাধা হয়ে দাঁড়ায় প্রযুক্তিগত সমস্যা। এবার সেই সমস্যা মিটিয়ে অ্যাপ চালু করল বিধাননগর পুলিশ।
নতুন বছরের প্রথম দিনই নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে একাধিক পদক্ষেপ করল বিধাননগর পুলিশ কমিশনারেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -