Bidhannagar Police Scooter Squad: নিরাপত্তা ও নজরদারিতে জোর, স্কুটার বাহিনী নামাল বিধাননগর পুলিশ

1/5
এর পাশাপাশি, এদিন নতুন মোবাইল অ্যাপ চালু করল বিধাননগর কমিশনারেট। নাম, বিপোল। বিধাননগর পুলিশ - এই দুই শব্দের প্রথম অংশ জুড়ে তৈরি হয়েছে এই নাম।
2/5
রাস্তায় নামানো হল স্কুটার বাহিনী। যে বাহিনীর পুলিশ কর্মীরা স্কুটারে নিয়মিত টহল দেবেন বিধাননগর এলাকায়। পাশাপাশি কুইক রেসপন্স টিমের গাড়িও উদ্বোধন হয় শুক্রবার।
3/5
অন্যান্য ফিচারের সঙ্গে এই অ্যাপে থাকছে প্যানিক বাটন। কেউ বিপদে পড়ে এই বাটন পুশ করলে পুলিশের কাছে পৌঁছে যাবে তাঁর লোকেশন। তাতে দ্রুত বিপদগ্রস্তের কাছে পৌঁছতে পারবে পুলিশ।
4/5
এই অ্যাপ আগে চালু করার চেষ্টা হলেও বাধা হয়ে দাঁড়ায় প্রযুক্তিগত সমস্যা। এবার সেই সমস্যা মিটিয়ে অ্যাপ চালু করল বিধাননগর পুলিশ।
5/5
নতুন বছরের প্রথম দিনই নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে একাধিক পদক্ষেপ করল বিধাননগর পুলিশ কমিশনারেট।
Sponsored Links by Taboola