COVID-19 Vaccination : টিকা নেওয়ার পরও কি করোনায় আক্রান্ত হতে পারেন ? জেনে নিন সরকারের বক্তব্য
ফাইল ছবি
1/6
করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রাহি ত্রাহি রব। ফি দিনই ৩ লক্ষর বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন দেশজুড়ে। এই অবস্থায় টিকাকরণের প্রতি ঝোঁক বেড়েছে মানুষের। কিন্তু, টিকা নিয়েও কেউ কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন, এমন খবরও সামনে এসেছে।
2/6
তবে কি টিকাকরণের পরেও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন ? টুইটারে এই প্রশ্নের জবাব দিয়েছে ভারত সরকারের দ্য প্রেস ইনফরমেশন ব্যুরো।
3/6
সরকারের বক্তব্য, টিকা নেওয়ার পরও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু, টিকাকরণের পর খুব কম সংখ্যক মানুষই সংক্রমিত হচ্ছেন।
4/6
শুধু তাই নয়, টিকা নেওয়ার পর করোনা পজিটিভ হলেও খুব মৃদু উপসর্গ দেখা যাচ্ছে।
5/6
PIB জানিয়েছে, করোনা রুখতে টিকাকরণ প্রয়োজন। টিকাকরণের পর মাত্র ০.০৩-০.০৪ শতাংশ মানুষের করোনা হয়েছে। এমনকী তাঁদের মৃদু উপসর্গ থাকছে। ভ্যাকসিন নিলে ভাইরাসের প্রকোপ তীব্র হবে না।
6/6
কিন্তু এই সময়ে আপনার RT-PCR পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে পারে। এবং আপনার থেকে অন্যরাও সংক্রমিত হতে পারে। তাই টিকাকরণের পরও নিয়ম মেনে চলুন।
Published at : 14 May 2021 11:45 AM (IST)