Durga Puja: কানাডায় দেবী বরণ, ব্রাহ্মণের সঙ্গে অব্রাহ্মণ মহিলারাও পৌরহিত্য করেন এই পুজোর
Canada Durga Puja: উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পুজো শুরু হয়েছে অক্টোবর ২০ তারিখে
ইস্ট কোস্ট বাঙালি সোসাইটির পুজো
1/7
বাঙালি মানেই দুর্গাপূজা। তা সে এদেশ হোক কিংবা বিদেশ। দেবী আরাধনা চলে বিশ্বের সর্বত্র। এবার নতুন সাজ ও আড়ম্বনায় মাতোয়ারা ইস্ট কোস্ট বাঙালি সোসাইটি সুদূর কলকাতা থেকে নিয়ে আশা ফাইবারে গ্লাসের দূর্গা প্রতিমায় চলছে পুজো।
2/7
এই পুজোর সব থেকে চমকপ্রদ বিষয় হল এখানে ধর্মন্ধতা ও গোড়ামি কে ভুলে পুরুষ ব্রাহ্মণ সাথে অব্রাহ্মণ মহিলারাও পৌরহিত্য করবে। যেটা গোটা দেশ ও বিশ্বের কাছে এক গর্বের বিষয়।
3/7
শব্দই হল ব্রহ্ম আর যাদের এই ব্রহ্ম জ্ঞানে ভূষিত তিনি হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুধু জন্ম সূত্রে নয়। সেই বার্তা নিয়ে এবং নারী শিক্ষা, স্বাবলম্বীতাকে সামনে রেখে এই পুজোর ব্যবস্থা।
4/7
সদ্য সংগঠিত ও সরকারী ভাবে নিবন্ধিত ইস্ট কোস্ট বাঙালি সোসাইটি যার সদস্য সংখ্যা ২০০ কাছাকাছি। সোসাইটির মুখ্য উদ্দেশ্য হল বাঙালি হিন্দু ধর্ম সংস্কৃতিকে অন্যান্য ধর্ম সংস্কৃতির সঙ্গে মিলন বন্দনের সঙ্গে মানবধর্মের উদ্দেশ্য সাধনকে সুদৃঢ় করা।
5/7
উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পুজো শুরু হয়েছে অক্টোবর ২০ তারিখে। ২২ তারিখ পর্যন্ত চলবে এই পুজো। অর্থাৎ শুক্র, শনি ও রবিবারে পুজোর আয়োজন হয়েছে। ২০ তারিখ আয়োজন করা হয়েছিল আনন্দমেলার।
6/7
হলঘর ভাড়া, খাবার দাবার তৈরী, ঠাকুর সাজানো, পোস্টার ডিজাইনও করা হয়েছে। সকলেই সমানভাবে তাদের নিরন্তর উৎসাহ দিয়ে একসঙ্গে কাজ করে চলেছে এই পুজোকে কেন্দ্র করে।
7/7
২১ তারিখ ষষ্ঠী ও সপ্তমী পুজো সম্পন্ন করা হয়েছিল এবং ২২ তারিখ হবে অষ্টমী, নবমী ও দশমী। প্রসঙ্গত, আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অথচ লোক সংখ্যা খুব কম, এমনি এক দেশ কানাডা। অজস্র নদী নালা হ্রদ; শীতে বরফে ঢাকা আর গ্রীষ্মে সবুজ গাছপালা ফুলে ফলে শোভিত প্রায় চারিদিক দিয়ে সমুদ্রে ঘেরা হ্যালিফ্যাক্স শহর পৃথিবীর সব দেশের লোকরা বসবাসের জন্য ভিড় জমিয়েছে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তাই বাড়তি উত্তেজনাও রয়েছে।
Published at : 22 Oct 2023 07:27 AM (IST)