বাড়িতে বয়স্ক রয়েছেন ? কোন কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রয়েছে তাঁদের জন্য
প্রবীণ নাগরিকদের আর্থিক ও খাদ্যের নিরাপত্তা দেওয়া, ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা, তাঁদের আশ্রয়ের ব্যবস্থা ও সুরক্ষা দেওয়াই হল সরকারের লক্ষ্য। মূলত এই চারটি বিষয় সহ অন্যান্য ক্ষেত্রেও প্রবীণ নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা হয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সমস্ত প্রকল্পের মাধ্যমে প্রবীণ মানুষরা যাতে নিজেদের মর্যাদা নিয়ে স্বনির্ভর জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের সঙ্গে তাঁদের বন্ধন আরও সুন্দর হবে বলেই মনে করে কেন্দ্রীয় সরকার। প্রকল্পগুলির মাধ্যমে দেশের প্রত্যন্ত প্রান্তে থাকা প্রবীণ মানুষটিও যাতে উপকৃত হন তাই হল লক্ষ্য। ছবি সৌজন্য-পিটিআই
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্থানীয় স্তরে প্রবীণ মানুষদের কী প্রয়োজন তা মাথায় রেখে কর্মসূচী রূপায়ণ করতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পনা করে প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন চেষ্টা তারা করছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের সাহায্যে। (ছবি সৌজন্য-পিটিআই)
যে সমস্ত প্রবীণ নাগরিকদের মাসিক আয় ১৫ হাজার টাকার কম এবং যাঁদের বয়সজনিত বিভিন্ন সমস্যা রয়েছে তাঁদের জন্য চালু করা হয়েছে রাষ্ট্রীয় বয়ঃশ্রী যোজনা। এই প্রকল্পের সাহায্যে তাঁদের প্রয়োজনীয় চিকিৎশা সংক্রান্ত ও অন্যান্য যন্ত্রপাতি ফ্রিতে বিলি করা হয়। (ছবি সৌজন্য -গেটি)
অটল বয়ঃঅভ্যুদয় যোজনার অধীনে একাধিক প্রকল্প রয়েছে তার মধ্যে একটি হল প্রবীণ নাগরিকদের জন্য সুসংহত কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের এই প্রকল্পের মাধ্যমে ভারতের বিভিন্ন এলাকায় বৃদ্ধাবাস ও ভ্রাম্যমাণ চিকিৎস পরিষেবা কেন্দ্রগুলি পরিচালনা করার ভার দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থাকে। যার মধ্যে নথিভুক্ত সোসাইটি, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল রয়েছে। তার মাধ্যমে ওই সংস্থাগুলি প্রবীণ নাগরিকদের জন্য যাতে বৃদ্ধাশ্রম গড়ে তোলে বা তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেয় তার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে কাজ আরও প্রবীণ নাগরিকরদের জীবনযাত্রা মানোন্নয়নের কাজে আরও গতি এসেছে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব প্রবীণ নাগরিকরা উল্লেখ্যযোগ্য অবদান রেখেছেন তাঁদের সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ওই মানুষগুলিকে স্বীকৃতি দিতে চালু হয়েছে বয়ঃশ্রেষ্ঠ সম্মান। (ছবি সৌজন্য-পিটিআই)
দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রবীণ মানুষরা যাতে তাঁদের বিভিন্ন অভাব ও অভিযোগের কথা সরকারকে জানাতে পারেন তারও উদ্যোগ নেওয়া হয়েছে অটল বয়ঃঅভ্যুদয় যোজনার আওতায়। এর জন্য চালু করা হয়েছে ১৪৫৬৭ নম্বরের হেল্পলাইন। (ছবি সৌজন্য-পিক্সাবে)
প্রবীণরাও যাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে পারেন তার জন্যও রয়েছে প্রকল্প। তাঁদের জন্য এই বিষয়ে কাজ করা বাছাই স্টার্টআপ সংস্থাগুলিকে উৎসাহিত করতে এক কোটি টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। (ছবি পিক্সাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -