LPG Cylinder Price: ১১২৯ টাকায় গ্যাস কিনছেন, এখন কত দিতে হবে?
দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচনের আগে মানুষের মন জয় করতে কি নয়া রাস্তা নিলেন নরেন্দ্র মোদি? সেই জন্যই কি হাসি ফোটালেন হেঁশেলে? প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম। উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি মিলবে আরও ২০০ টাকা।
মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার বিষয়টিতে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই ভেট নিয়ে হাজির মোদি সরকার। ৪৮০ দিন পর স্বস্তি মিলল সাধারণ মানুষের।
কলকাতায় সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ১ হাজার ১২৯ টাকা। মধ্যরাত থেকে তা মিলবে ৯২৯ টাকায়। দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা।
২০২২ সালের ৬ মে পর্যন্ত গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা। ওই বছর ৭ মে ৫০ টাকা বেড়ে প্রথম হাজার টাকা (১০২৬) ছাড়ায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। তারপর থেকে প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামল এক হাজার টাকার নিচে।
কমেছে উজ্জ্বলা প্রকল্পের গ্য়াসের দামও। ২০১৬ সালে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষের জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করে কেন্দ্র।
এতদিন বছরে ১২টি সিলিন্ডারে ওই প্রকল্পে দেওয়া হত ২০০ টাকা ভর্তুকি। ওই ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। মধ্যরাত থেকেই কার্যকর রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন দাম।
উপকৃত হবেন প্রায় ৩৩ কোটি গ্রাহক। কেন্দ্রের বাড়তি খরচ হবে প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -