Tulsi: জীবনে অর্থাভাব দূর করতে চান? ভুলেও এই দিনগুলিতে জল দেবেন না তুলসিকে
হিন্দুশাস্ত্রে তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। মনে করা হয়, গৃহের প্রবেশ দ্বারের সামনে তুলসি গাছ রোপণ করলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। প্রতিদিন সকালে স্নান সেরে তুলসি গাছে জল দেন অনেকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযুগ যুগ ধরেই এই নিয়ম চলে আসছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলসিকে প্রতিদিন জল দেওয়া মোটেও উচিত নয়।
নির্দিষ্ট কয়টি দিনে তো তুলসিকে জল দেবেন না। না হলে ঘোর বিপদ আসতে পারে আপনার জীবনে।
জ্যোতিষ বিজ্ঞানীদের মতে, রবিবার, একাদশী ও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই। এতে সংসারে নেমে আসতে পারে অমঙ্গল।
এই ভুলে হতে পারে আর্থিক ক্ষতি। এছাড়াও, সূর্যাস্তের পর তুলসি পাতা ছিঁড়বেন না কখনো। এতে ঘোর অমঙ্গল দেখা দিতে পারে।
শাস্ত্র মতে, তুলসি গাছে বৃহস্পতিবার ও রবিবার কাঁচা দুধ ঢালুন। এতে মনস্কামনা পূরণ হবে।
বাস্তু অনুসারে, তুলসি গাছ শুধুমাত্র উত্তর বা উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে।
তুলসি গাছ কখনও পূর্ব দিকে লাগানো উচিত নয়। বলা হয়, এমনটা করলে আর্থিক সংকট দেখা দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -