Chanakya Niti: কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, পথ দেখিয়েছেন চাণক্য
চাণক্যের মতে, যে মানুষ আপনার ক্ষতি চান। তাদের থেকে দূরত্ব বজান রাখুন। না হলে জীবনের পদে পদে সমস্যায় পড়তে হবে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি তাঁর নীতি শাস্ত্র উল্লেখ্য করেছেন, প্রচুর মানুষ রয়েছেন যাঁরা আপনাকে বিপদে ফেলার জন্য চোখের সামনে বা আড়ালে নানা রকমের সমস্যা তৈরি করেন। এদের থেকে পারতপক্ষে দূরত্ব বজায় রাখুন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
যারা সবসময় অন্যদের প্রতারণা করে নিজের আখের গোছানোর চেষ্টা করে চাণক্য তাদের এড়িয়ে চলতে বলেছেন। কারণ, এরা যদি আপনার বন্ধুও হয় তাহলেও স্বভাববশত আপনার ক্ষতি করবেন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
খুব কাছের লোক হলেও সব কথা খুলে বলবেন না। দরকার পড়লে আপনার দুর্বল জায়গাতে এরা আঘাত করতে পারে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
যে মানুষরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে তাদের থেকে দূরে থাকুন। না হলে এদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে। ভুল করে এদের বিশ্বাস করবেন না।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
নিজের বাবা-মা ও ভাই-বোন ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। তাহলে ঠকতে হতে পারে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
কাউকে অন্ধভাবে বিশ্বাস করতেও বারণ করেছেন চাণক্য। অন্ধভাবে বিশ্বাসের ফল বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ক্ষতির কারণ হতে পারে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
যারা নিজেদের কাজ গুছিয়ে নেওয়ার জন্য অন্যদের ব্যবহার করেন। তাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মৌর্য যুগের বিখ্যাত পণ্ডিত চাণক্য।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
এমন বন্ধু বেছে নিন যাঁরা স্বভাবে ভদ্র ও স্বচ্ছ চিন্তা করেন। অন্যদের সম্পর্কে যে খারাপ চিন্তা করে তার থেকে দূরত্ব বজায় রাখুন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
যাঁদের মন চঞ্চল সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকুন না হলে সমস্যা পড়তে পারেন আপনিও।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -