Badrinath Temple: পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হল পুণ্যার্থীদের, আজ থেকে খুলে গেল বদ্রীনাথের দরজা ..

Badrinath Temple Reopened: কেদারনাথের পর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা, ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির

Continues below advertisement

পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হল পুণ্যার্থীদের, আজ থেকে খুলে গেল বদ্রীনাথের দরজা ..

Continues below advertisement
1/10
কেদারনাথের পর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা। ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রাইফেলসের ব্যান্ডের সুরে, পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।
2/10
পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে পুণ্যার্থীদের বদ্রীনাথ ধামে স্বাগত জানানো হয়। ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
3/10
এ বছর এখনও পর্যন্ত ২২ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা।
4/10
কেদারনাথ মন্দিরের পাশাপাশি উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ--এই চারধাম যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন।
5/10
যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথ দর্শন করে শেষ হয় চারধাম যাত্রা।মূলত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে চারধাম যাত্রা শুরু হয়।
Continues below advertisement
6/10
এই তীর্থযাত্রার চারটি পবিত্রস্থান হল যমুনোত্রী, গঙ্গোত্রী,  কেদারনাথ, বদ্রীনাথ। ভক্তরা চারধাম যাত্রা শুরু করেন যমুনোত্রী থেকে।
7/10
তারপর গঙ্গোত্রী ও কেদারনাথ ধাম হয়ে শেষ হয় বদ্রিনাথ ধামে। ছয় মাস বন্ধ থাকার পর, গত  শুক্রবার সকালে পুনরায় খুলে যায় কেদারনাথ মন্দিরের দরজা।  
8/10
বিশ্বাস করা হয় যে একজন ভক্ত ঘড়ির কাঁটার দিক নির্দেশ মেনে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করে থাকেন।
9/10
শুক্রবার সকালে তীর্থযাত্রীদের জন্য খুলে যায় কেদারনাথের দরজা। সেদিনও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং কেদারনাথ মন্দিরে উপস্থিত ছিলেন।
10/10
তীর্থযাত্রীদেরকে স্বাগত জানিয়েছিলেন তিনি। কুইন্টাল কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল কেদারনাথ মন্দির। 
Sponsored Links by Taboola