Anantnag Encounter:স্বজনহারার কান্নার মাঝেই জঙ্গিদমন অভিযান অনন্তনাগে
এক জন জঙ্গির জন্য উজেইর খান, জানাচ্ছে পুলিশ। আপাতত উপত্যকা জুড়ে তাই টানটান উত্তেজনা। তার মধ্যেই ভেসে আসছে বিলাপের শব্দ, সব হারানোর কান্না। নিহত ২ ভারতীয় সেনা অফিসার ও পুলিশকর্তার স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছে খুদেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্নেল মনপ্রীত সিংহ ও মেজর আশিস ধোনাক, ভারতীয় সেনাবাহিনীর এই দুই সদস্য প্রাণ হারান বুধবারের সংঘর্ষে। মারা গিয়েছেন ডিএসপি হুমায়ুন ভাটও।
তিন জনের সাহায্যার্থে বিপুল 'রিইনফোর্সমেন্ট' পাঠানো হয়েছিল। কিন্তু তুমুল গুলির লড়াইয়ের মাঝ থেকে তাঁদের উদ্ধার করা যায়নি।
বুধবারের হামলার দায়স্বীকার করেছে 'লস্কর-ই-তইবা'-র শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
সেপ্টেম্বরের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরে 'দ্য রেজিস্ট্যান্স, ফ্রন্ট'-এর নেতা রিয়াজ আহমেদকে হত্যার বদলা হিসেবেই এই হামলা, দাবি তাদের।
গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত এপ্রিলে, পুঞ্চ-এ ৫ সেনা জওয়ানের উপর হামলার নেপথ্যে জঙ্গিদের যে মডিউল কাজ করেছিল, বুধবারের হামলাও তাদেরই কাজ।
বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, তারা লস্করের ২ জন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -