China Temperature Fall : ৬৪ বছরে রেকর্ড পারদপতন চিনে, রাতারাতি নদী জমে বরফ, সারে সারে মরল মাছ-পাখি
আবহাওয়ায় বড়সড় পরিবর্তন চিনে। এমন পরিবর্তন গত ৬০ বছর দেখেনি সে-দেশ। চিনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে তাপমাত্রা ভেঙে ফেলল ৬৪ বছরের পুরানো রেকর্ড । রবিবার চিনে হঠাৎ করে তাপমাত্রা ৪৫ ডিগ্রি কমে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তাপমাত্রা পতন এতটাই দ্রুত হয়েছে যে, নদী বরফ হয়ে গিয়েছ আর তাতেই জলে ভেসে বেড়ায়, এমন পাখিরা আটকে গিয়ে মারা গিয়েছে। উড়ে যাওয়ার সময়ও পায়নি।
নববর্ষের ছুটির পরে শীতের স্পেল শুরু হয়েছে। তখন থেকেই তাপমাত্রা নিম্নগামী। রাস্তা ঢেকেছে পুরু বরফের চাদরে। এতটাই তুষারপাত হয়েছে যে ব্যহত হয়েছে যানবাহন চলাচল। তাপমাত্রা নেমেছে মাইনাস ৫২.৩ ডিগ্রিতে। পরিবেশবিদরা মনে করছেন, এই ঘটনাটি খুবই ভয়াবহ। সারা বিশ্বে যেভাবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাতে ঋতুর এমন পরিবর্তন হচ্ছে, তা ভবিষ্যতের জন্য বিপদ সঙ্কেত। এমতাবস্থায় যে কোন সময় এ ধরনের চরম বিপর্যয় ঘটতে পারে।
বছরের সবচেয়ে বড় ছুটি চলছে সেখানে। আর তার মাঝেই এই অপ্রত্যাশিত শৈত্য। প্রবল তুষারঝড় আর মারাত্মক বৃষ্টিতে চাপা পড়েছে রেলপথ এবং রাস্তায় আটকে গাড়ির সারি।
সে দেশের রেকর্ড বলছে এর আগে ১৯৬০ সালের ২১ জানুয়ারি জিনজিয়াং অঞ্চলে তাপমাত্রা নেমেছিল ৫১.৫ ডিগ্রিতে। কতটা মারাত্মক সে-ঠান্ডা , তা শব্দে বর্ণনার প্রয়োজন নেই। গত বছর ২২ জানুয়ারি উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের মোহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫৩ ডিগ্রি সেন্টিগ্রেড।
গত বছর থেকে চিনের আবহাওয়ায় অনেক পরিবর্তন এসেছে। ভয়ঙ্কর ঝড় উঠেছে। এসেছে বালির ঝড়। বৃষ্টিও হয়েছে অত্যন্ত বেশিমাত্রায়। কখনও আবার তাপমাত্রা বেড়ে গিয়েছে বাড়বাড়ি ভাবে। দুদিন আগেও চীনে ভয়াবহ বালি ঝড় হয়েছিল।
কয়েকদিনের ঠান্ডা ও তুষারপাতের ফলে, আল্টায়ে অঞ্চলের ৮৫৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে থেকে বরফ সরাতে রাতারাতি তৎপর হয়েছে প্রশাসন। বরফ কেটে পরিষ্কার করার ৪৭ টি গাড়ি এবং ৮৬ জন উদ্ধারকারী কাজ করছেন সেখানে।
এই প্রবল তুষারপাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মঙ্গোলিয়া, উত্তর-পূর্ব চীন, কেন্দ্রীয় প্রদেশ হুবেই এবং দক্ষিণে হুনান প্রদেশ ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -