Colonel Sofiya Qureshi: ঝাঁসির রানির সহযোদ্ধা ছিলেন প্রমাতামহী, দিদি স্বর্ণপদকপ্রাপ্ত রাইফেল শ্যুটার, কর্নেল সোফিয়া কুরেশির স্বামীও সেনায়

Colonel Sofiya Qureshi Family: দেশসেবা তাঁর রক্তে। বংশপরম্পরায় ঐতিহ্য ধরে রেখেছেন।

Continues below advertisement

-ফাইল চিত্র।

Continues below advertisement
1/10
অপারেশন সিঁদুর রাতারাতি ভারতীয় সেনার মুখ করে তুলেছে তাঁকে। কুচক্রীরা ভারতে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইলেও, কর্নেল সোফিয়া কুরেশি কোটি কোটি ভারতীয়র মনে জায়গা করে নিয়েছেন।
2/10
সেই থেকেই কর্নেল সোফিয়া কুরেশির ব্য়ক্তিগত জীবন নিয়ে কৌতূহলের সীমা নেই। দেশসেবা তাঁর রক্তে রয়েছে বলে জানা গিয়েছে আগেই। কিন্তু কর্নেল সোফিয়ার যমজ বোনও রয়েছেন, যিনি বিউটি ক্যুইন। তাঁর মাতামহী আবার রানি লক্ষ্মীবাইয়ের পাশে থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
3/10
কর্নেল সোফিয়ার যমজ বোন ডঃ শায়না সুনসরা নিজে একসময় সেনার ক্য়াডেট ছিলেন। জাতীয় স্তরের রাইফেল শ্যুটার শায়না। রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদকও গ্রহণ করেন।
4/10
২০১৭ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় ‘মিস গুজরাত’ খেতাব পান শায়না। ২০১৮ সালে ‘মিস ইউনাইটেড নেশনস’ নির্বাচিত হন। ২০১৮ সালে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পান গুজরাতে ১ লক্ষ বৃক্ষরোপণের জন্য। পরিবেশ নিয়ে নিয়মিত কাজ করেন শায়না।
5/10
কর্নেল সোফিয়াকে টিভিতে দেখে শায়নার বক্তব্য, “মনে হল ঝাঁসির রানি আবার যেন জন্ম নিয়েছেন।”
Continues below advertisement
6/10
তবে তাঁদের পরিবারের মেয়েরা বরাবরই ব্যতিক্রমী। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সময়ও কর্নেল সোফিয়া এবং শায়নার পরিবারের সদস্য ও সদস্যারা স্বাধীনতা সংগ্রামে শামিল হন।
7/10
২০১৭ সালে একটি সাক্ষাৎকারে সেই নিয়ে নিজেই মুখ খুলেছিলেন কর্নেল সোফিয়া। জানিয়েছিলেন, তাঁর প্রমাতামহী ১৮৫৭ সালে ঝাঁসির রানির বাহিনীতে শামিল ছিলেন। ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের পাশে যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিলেন।
8/10
কর্নেল সোফিয়ার বাবা এবং দাদুও ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তাঁর বক্তব্য, “দাদু বলতেন, ‘বয়ম রাষ্ট্র জাগরয়ম’, অর্থাৎ দেশের জন্য সজাগ থাকা, দেশ রক্ষার্থে এগিয়ে যাওয়া নাগরিকদের কর্তব্য।”
9/10
সোফিয়ার বাবা ১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধে শামিল ছিলেন। ভালবেসে যাঁকে বিয়ে করেছেন সোফিয়া, সেই তাজউদ্দিন বাগেবাড়ীও মেকানাইজ় ইনফ্যান্ট্রির আধিকারিক। ভারতীয় সেনায় মেকানাইজ় ইনফ্যান্ট্রি আসলে পদাতিক বাহিনী, যারা যুদ্ধক্ষেত্রে গতি এবং শক্তির জন্য পরিচিত।
10/10
সোফিয়া জানিয়েছেন, পরিবারসূত্রেই ছোট থেকে সেনায় যোগদানে আগ্রহী ছিলেন তিনি। তাঁর মা-বাবারও পূর্ণ সমর্থন ছিল এতে।
Sponsored Links by Taboola