বিনা পয়সায় আলু, পেঁয়াজ, লঙ্কা, লাউ, ঝিঙে, ঢ্য়াঁড়শ... যাদবপুরে সিপিএমের সবজি বাজার

1/4
কৌশিকের কথায়, পুলিশের অনুমতি নিয়েই তাঁরা এই বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করেছে। প্রায় সাড়ে চারশো মানুষ এই বাজার থেকে বিনামূল্যে সবজি নিয়েছে।
2/4
কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ড ও ৯৯ নম্বর ওয়ার্ড মিলিয়েই সিপিআইএমের যাদবপুর এরিয়া কমিটি। সেক্ষেত্রে দুই ওয়ার্ডের লোকজনের সুবিধার কথা ভেবেই বিজয়গড়ের রিজেন্ট এস্টেট এলাকায় সবজি বাজার আয়োজনের কথা ভেবেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। আগামী দিনেও তাঁদের এমন আরও পরিকল্পনা রয়েছে বলে সিপিএম সূত্রের খবর।
3/4
অঞ্চলের সিপিএম কর্মী কৌশিক ঘোষের কথায়, “৪৭ দিন ধরে যাদবপুরে এসএফআই ও ডিওয়াইএফআই কমিউনিটি কিচেন চালাচ্ছে। রোজ অন্তত ছশো থেকে সাড়ে ছশো মানুষকে আমরা খাবার দিয়েছি। সোমবার বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করেছে সিপিএম। পার্টির তরফে সুদীপ সেনগুপ্ত এবং অঞ্চলের নেতা বিষ্ণু ঘটক মিলে এই আয়োজন করেছে।”
4/4
সোমাবর সকাল ৯টা। যাদবপুরে বিজয়গড়ের রিজেন্ট এস্টেট এলাকায় বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করল সিপিআইএম। বিনামূল্যে দেওয়া হল আলু, পেঁয়াজ, লঙ্কা, লালশাক, লাউ, ঝিঙে, ঢেড়শ, চালকুমড়ো সহ মোট ১২ রকমের শাক সবজি। নেওয়া হয়নি এক পয়সাও।
Sponsored Links by Taboola