National Flag: যেমন তেমন করে নয়, রয়েছে নির্দিষ্ট নিয়ম; কীভাবে ভাঁজ করে রাখতে হয় জাতীয় পতাকা ?
Independence Day 2025: এই স্বাধীনতা দিবসের উদযাপনের প্রাক্কালে কেন্দ্র সরকার নিয়মমাফিক নাগরিকদের জানিয়েছে ঠিক কোন পদ্ধতিতে জাতীয় পতাকা ভাঁজ করে রাখতে হয় সম্মান সহ।
জাতীয় পতাকা ভাঁজ করার সঠিক নিয়ম
1/10
আগামী ১৫ অগাস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে। দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী প্রতি বছরের মত এই বছরও জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।
2/10
এই স্বাধীনতা দিবসের উদযাপনের প্রাক্কালে কেন্দ্র সরকার নিয়মমাফিক শুরু করেছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যা প্রথম শুরু হয় ২০২২ সালে।
3/10
এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীকে শেখানো হচ্ছে জাতীয় পতাকা সঠিকভাবে ভাঁজ করা ও সংরক্ষণের নিয়ম। দেশের তেরঙ্গা পতাকার অবমাননা করা যাবে না কোনও অংশে।
4/10
জাতীয় পতাকা সঠিকভাবে ভাঁজ করতে পারা দেশকে শ্রদ্ধাজ্ঞাপনের একটি অন্যতম অংশ। এই পতাকাকে গর্বের সঙ্গে সংরক্ষণ করা দরকার, যত্ন সহকারে রাখা দরকার।
5/10
ভারতের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে একটি ডায়াগ্রামে এই পদ্ধতি বোঝানো হয়েছে। প্রথমে জাতীয় পতাকাকে অনুভূমিকভাবে রাখতে হবে।
6/10
মাঝের সাদা ব্যান্ডের কাপড়ের পিছনদিকে গেরুয়া ও সবুজ রঙের ব্যান্ডের কাপড়টি ভাঁজ করে রেখে দিতে হবে ভিতরে।
7/10
এরপরে সাদা রঙের ব্যান্ডের কাপড়টি উপরে ও নিচে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে শুধু অশোকচক্রটি উপরে দেখা যায়।
8/10
এই ভাঁজ করা জাতীয় পতাকাটি হাতের তালুতে বা বাহুতে করে নিয়ে গিয়ে যত্ন সহকারে রেখে দিতে হবে নিরাপদ স্থানে।
9/10
হর ঘর তেরঙ্গা প্রকল্পের অধীনে এভাবেই সকলকে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ও সেই পতাকা সংরক্ষণের কথা জানিয়েছে কেন্দ্র।
10/10
ভারতীয় ডাকবিভাগ জানিয়েছে আমাদের এই জাতীয় পতাকা একটি নিছক কোনও কাপড় নয়, এটি আমাদের জাতির আত্মার বাহক।
Published at : 12 Aug 2025 05:33 PM (IST)