Cyclone Mandous: জলমগ্ন রাস্তাঘাট, উপড়ে পড়ে গাছ, শক্তি হারালেও একরাতেই ঘূর্ণিঝড়ে তছনছ তামিলনাড়ু
জলমগ্ন রাস্তাঘাট, উপড়ে পড়ে গাছ, শক্তি হারালেও একরাতেই তামিলনাড়ু তছনছ করে দিল ঘূর্ণিঝড় মান্দাস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্বাভাস ছিল আগে থেকেই। সেই মতো শুক্রবার রাতেই তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মান্দাস। ঘণ্টায় ধড়ের গতিবেশ ছিল ৭৫ কিলোমিটার।
তাতে একরাতেই কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে চেন্নাই, চেঙ্গলপট্টু, মমল্লপুরম। রাতভর ১১৫ মিলিমিটারর পর্যন্ত বৃষ্টি হয়েছে সেখানে।
গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কমিশনার গগনদীপ সিংহ জানিয়েছেন, চেন্নাই শহরে প্রায় ২০০ গাছ উপড়ে পড়েছে। রাত থেকেই শুরু হয়েছে তা সরানোর কাজ।
স্থানীয় প্রশাসনের দাবি, আগে থেকে পূর্বাভাস ছিল। তার জন্যই মারাত্মক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। আগেই খুলে নেওয়া হয়েছিল হোর্ডিং, বড় ব্যানার। তাই অঘটনও ঘটেনি কোনও।
তবে রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাই, চেঙ্গলপট্টুর বিস্তীর্ণ এলাকা। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ।
কোভলাম, মমল্লাপুরমে বহু নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু দোকানের টিনের ছাউনি উড়ে গিয়েছে ঝড়ের আঘাতে। ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।
তবে প্রশাসনের তরফে আগেভাগেই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। ১৩টি অন্তর্দেশীয় এবং তিনটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয় সময় থাকতেই।
বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ শক্তি বাড়িয়েই ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তাকে অতি শক্তিশালী তকমাই দিয়েছিল আবহাওয়া দফতর। ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে বলে জানানো হয়।
তবে রাতে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। এই মুহূর্তে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে পড়েছে সেটি।
উদ্ধারকার্য চালাতে আগে থেকেই রাজ্যে মোতায়েন ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৫ হাজারের বেশি ত্রাণশিবির খুলেছে রাজ্য সরকার।
প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র চেঙ্গলপট্টু জেলাতেই ১ হাজার ৫৮টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তাঁদের ২৮টি ত্রাণ শিবিরে জায়গা দেওয়া হয়েছে।
image 6
- - - - - - - - - Advertisement - - - - - - - - -