Cyclone Mandous : মান্দাস মোকাবিলায় জরুরি বৈঠক তামিলনাড়ুতে, উড়ান বাতিল; প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো নিষেধ !
আজ রাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্দাস। চেন্নাই উপকূল বরাবর ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দর থেকে ১৬টি উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক উড়ান রয়েছে।
চেন্নাই বিমানবন্দরের তরফে ট্যুইট করে লেখা হয়েছে, পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন।
এদিকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। গভীরতার মাপকাঠিতে এটিকে তীব্র ঘূর্ণিঝড়ের আওতায় রাখা হচ্ছে। যা চতুর্থ সর্বোচ্চ।
সবথেকে মারাত্মক ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন স্টর্মের আওতায় রাখা হয়। যার গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার।
গ্রেটার চেন্নাই পুলিশের তরফে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত এই সতর্ক মানার কথা বলা হয়েছে।
কিছু এলাকায় জল জমে যাওয়ার কারণে বাস পরিষেবায় বিঘ্ন ঘটে। একাধিক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধারকাজের জন্য- নৌকা, হাই-ভোল্টেজ মোটর, সাকার মেশিন ও কোনও কিছু কাটার যন্ত্র তৈরি রাখা হয়েছে।
মান্দাসের প্রভাব পড়তে পারে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশেও। আবহাওয়া দফতরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় । পরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংযোগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশে উপকূল বরাবর মধ্যরাতে অতিক্রম করবে।
মান্দাস নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এটি একটি আরবি শব্দ। যার অর্থ ট্রেজার বক্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -