Cyclone Michaung Updates: আজই ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা, উপকূলে জারি চরম সতর্কতা, কোন পথে এগোবে সাইক্লোন মিগজাউম?

আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ

রবিবার ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম

1/8
মিধিলির পর এবার মিগজাউম। ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা।
2/8
রবিবার ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম।
3/8
আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় এ পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে।
4/8
এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।
5/8
নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কবার্তা। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
6/8
অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
7/8
এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কলকাতা থেকে দক্ষিণ ভারত গামী এবং দক্ষিণ ভারত থেকে কলকাতা গামী একাধিক ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সুত্রে জানানো হয়েছে শনিবার হাওড়া থেকে চেন্নাই গামী সেন্ট্রাল মেল ট্রেন বাতিল হয়েছে।
8/8
হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস এবং হাতিয়া বেঙ্গালুরু এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফেও শনিবার রবিবার সহ আগামী বেশ কয়েকদিনের জন্য নির্ধারিত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে করেছেন বাঙালি পর্যটক এবং যাত্রীরা।
Sponsored Links by Taboola