Cyclone Yaas Preparation: বাঁধ মেরামতি থেকে নজরদারি, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি প্রশাসনের
আমফান থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় তৈরি হচ্ছে প্রশাসন। দুর্যোগের আঁচ পড়লে, দ্রুত কলকাতা শহরকে সচল করে তোলার চ্যালেঞ্জ পুলিশের সামনে। তাই প্রস্তুত ২০টি বিপর্যয় মোকাবিলা দল। সতর্ক রিভার ট্রাফিক পুলিশ। আগামী বুধবার উপান্নের বিশেষ কন্ট্রোল রুমে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণিঝড় ইয়াস-এর মোকাবিলায় নামানো হচ্ছে এনডিআরএফ-এর ৬৫টি টিম।এনডিআরএফ-এর আরও ২০টি দলকে তৈরি রাখা হচ্ছে। নজরদারি ও উদ্ধারকাজে তৈরি বায়ুসেনার হেলিকপ্টার। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড বিধি মেনে দুর্গত মানুষদের রাখতে ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্ত পানীয় জল, ওষুধ, শুকনো খাবার, ত্রিপল, মাস্ক, স্যানিটাইজার মজুত রাখতে বলা হয়েছে।
সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকে জি ও এল প্লট দ্বীপে যুদ্ধকালীন তত্পরতায় সমুদ্র বাঁধ মেরামতির তৈরির কাজ চলছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার আগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বন্দরে নজরদারি চালাচ্ছে মত্স্য দফতর। ফ্রেজারগঞ্জ বন্দরে ঘুরে মত্স্যজীবীদের সতর্ক করেন মত্স্য দফতরের আধিকারিক।
নদী বা সমুদ্রে কোনও নৌকা বা ট্রলার রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষকেও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মাইকে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতেও চলছে সতর্কতামূলক প্রচার। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে রায়দিঘি পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রচার চলছে।
ঘূর্ণিঝড় ইয়াসের আসার আগে প্রস্তুতি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে চলছে মহড়া। আনা হয়েছে অত্যাধুনিক আলো। বাঁধ ভাঙা অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে এই আলো ব্যবহার করা হবে। বিডিও অফিসে চলছে তারই মহড়া।
সতর্কতামূলক প্রচার করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নৌকায় চড়ে মাইকে নিকারিঘাট এলাকায় গ্রামবাসী ও মত্স্যজীবীদের আগাম সতর্ক করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -