লখনউয়ে চলছে ডিফেন্স এক্সপো, দেখুন ছবি
নিজেদের শক্তি প্রদর্শন করবে উত্তর প্রদেশ পুলিশও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্সপোয় অংশ নিচ্ছে ৭০-এর বেশি দেশের ১০২৮টি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা।
থাকবে সুখোই সু-৩০ ফাইটার জেট, মালবাহী গ্লোবমাস্টার সি-১৭, সূর্যকিরণের অ্যারোবেটিক টিম, হেলিকপ্টার এমআই-১৭, তেজস প্রভৃতি।
সেনা লাইভ শো-য় থাকবে বোফর্স, বিএমপি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, বাইক স্টান্ট ইত্যাদি।
গোমতী নদীর ধারে শক্তি প্রদর্শন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌসেনা।
ডিফেন্স এক্সপোয় দেখানো হবে নানা ধরনের সামরিক কসরত।
অত্যাধুনিক বন্দুক হাতে লক্ষ্যস্থির প্রধানমন্ত্রীর।
উদ্বোধনে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ।
লখনউয়ের ডিফেন্স এক্সপোয় চলছে প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রীর প্রদর্শনী। গতকাল এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলবে ৯ তারিখ পর্যন্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -