লখনউয়ে চলছে ডিফেন্স এক্সপো, দেখুন ছবি
1/10
নিজেদের শক্তি প্রদর্শন করবে উত্তর প্রদেশ পুলিশও।
2/10
এক্সপোয় অংশ নিচ্ছে ৭০-এর বেশি দেশের ১০২৮টি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা।
3/10
থাকবে সুখোই সু-৩০ ফাইটার জেট, মালবাহী গ্লোবমাস্টার সি-১৭, সূর্যকিরণের অ্যারোবেটিক টিম, হেলিকপ্টার এমআই-১৭, তেজস প্রভৃতি।
4/10
সেনা লাইভ শো-য় থাকবে বোফর্স, বিএমপি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, বাইক স্টান্ট ইত্যাদি।
5/10
গোমতী নদীর ধারে শক্তি প্রদর্শন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌসেনা।
6/10
ডিফেন্স এক্সপোয় দেখানো হবে নানা ধরনের সামরিক কসরত।
7/10
অত্যাধুনিক বন্দুক হাতে লক্ষ্যস্থির প্রধানমন্ত্রীর।
8/10
উদ্বোধনে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ।
9/10
10/10
লখনউয়ের ডিফেন্স এক্সপোয় চলছে প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রীর প্রদর্শনী। গতকাল এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলবে ৯ তারিখ পর্যন্ত।
Published at :
Tags :
Defence Expo