Durga Pujo 2023: ৯৬ বছরে প্রথমবার দুর্গাপুজো দিল্লির রামকৃষ্ণ মিশনে, উপচে পড়ল ভক্তদের ভিড়
অনুমতি মিলেছে বেলুড় মঠের (Belur Math)। ৯৬ বছরে দিল্লির রামকৃষ্ণ মিশনে প্রথমবার হচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2023)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম বারেই মানুষের মধ্যে মিলেছে ভাল সাড়া। ১৯২৭ সালে, দিল্লিতে পথ চলা শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের। কিন্তু ৯৬ বছরে, প্রথমবার দুর্গাপুজো হল এখানে।
এক চালার প্রতিমা। অষ্টমীতে ভক্তিভরে হল সন্ধ্যারতি। দিল্লি রামকৃষ্ণ মিশন প্রধান স্বামী সর্বলোকানন্দ জানিয়েছেন, ৯৬ বছর পর এই প্রথম দুর্গা প্রতিমার পুজো করা হচ্ছে
অনেক দিন আগে থেকেই চেষ্টা চলছিল, যে দিল্লির রামকৃষ্ণ মিশনের মতো সেন্টারে দুর্গাপুজো হওয়া উচিত। বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, জানিয়েছেন দিল্লি রামকৃষ্ণ মিশন প্রধান।
অনেক দিন আগে থেকেই চেষ্টা চলছিল, যে দিল্লির রামকৃষ্ণ মিশনের মতো সেন্টারে দুর্গাপুজো হওয়া উচিত। বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, বলেন তিনি।
স্বামী সর্বলোকানন্দ জানিয়েছেন, এবছর আমরা উদ্যোগ নিলাম এবং বেলুড় মঠ থেকে অনুমতিও পেলাম। সেই জন্য এই বছর থেকে দুর্গাপ্রতিমায় পুজো করা শুরু হয়ে গেল।
লোক সমাগম প্রথম দিন ২৫০০, তবু অনেকে জানেন না প্রথমবার বলে। আমরা আশাও করিনি। প্রায় ৬৫০০, সবাই প্রসাদও পেয়েছে, দাবি তাঁর।
এবছরের মতো আগামী বছরগুলিতেও এভাবে দুর্গাপুজো হোক দিল্লির রামকৃষ্ণ মিশনে। চাইছেন ভক্তরাও।
অপরদিকে, চলতি বছরে বেলুড় মঠে ১২৩ তম দুর্গাপুজো হচ্ছে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই থেকেই নিষ্ঠার সহিত মানা হয় বিধি।
জন্মষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে। চলতি বছরেও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়েছে বরাবরের রীতি মেনেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -