Delhi Unlock: বিয়েবাড়িতে সর্বোচ্চ আমন্ত্রিতের সংখ্যা ৫০, খুলে যাচ্ছে জিম, করোনা বিধিতে ছাড় দিল্লি সরকারের
নিম্নমুখী দৈনিক সংক্রমণ। আর তাই ফের আরেক দফায় করোনা সংক্রান্ত বিধিতে ছাড়ের ঘোষণা করল দিল্লি সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় দুমাস বন্ধ থাকার পর খুলতে চলেছে জিম সহ যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র। গাইডলাইনে বলা হয়েছে ৫০ শতাংশ মানুষের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হল।
বড় হল বা হোটেলে বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়েছে। সর্বোচ্চ আমন্ত্রিতের সংখ্যা ৫০। তবে বিয়ে ছাড়া অন্য কোনও অনুষ্ঠানের জন্য বড় হল বা হোটেল ভাড়ার অনুমতি দেওয়া হবে না।
প্রত্যেককে করোনা বিধি মানতে হবে বলে সাফ জানানো হয়েছে।
সিনেমা, থিয়েটার, স্পা সহ স্কুল-কলেজ আপাতত বন্ধই থাকবে রাজধানীতে। বন্ধ থাকবে সুইমিং পুল সহ বিনোদন পার্ক।
আগেই ৫০ শতাংশ নিয়ে রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
অটো, রিক্সা সহ ট্যাক্সিতে একসঙ্গে ২ জনের বেশি সওয়ার করতে পারবেন।
সেলুন, পার্লার খোলা রয়েছে সব জায়গায়।
৫০ শতাংশ মানুষ উঠতে পারবেন মেট্রোতে।
আন্তঃরাজ্য পণ্য পরিষেবা চালু থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -