YoshiMath: বরফে ঢাকল তলিয়ে যেতে থাকা শহর, থমকে দাঁড়িয়ে জোশীমঠ

বরফে ঢাকল তলিয়ে যেতে থাকা শহর, থমকে দাঁড়িয়ে জোশীমঠ

তুষারাবৃত জোশীমঠ

1/10
বরফের চাদরে ঢেকেছে উত্তরাখণ্ডের আউলি। যে দিকে চোখ যায়, শুধুই বরফ আর বরফ! বছরের এরকম সময়ে, এই বরফের টানেই এখানে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা।
2/10
ভ্রমণ পিপাষু বাঙালির, উত্তরাখণ্ড ভ্রমণের মাস্ট ভিজিট ডেস্টিনেশনের তালিকায় থাকে এই আউলি। কিন্তু, এখানেই এখান দেখা নেই পর্যটকের। নেই চেনা কোলাহলের ছবিটা!
3/10
কারণ, আউলির গেটওয়ে বলে পরিচিত জোশীমঠে ধীরে ধীরে বসে যাচ্ছে মাটি। ভূমিধসে রীতিমতো বিপর্যয় উত্তরাখণ্ডের এই ছোট্ট জনপদ! পরিস্থিতি সামাল দিতে চলছিল বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ। তবে বরফ পড়ার কারণে সেই কাজও বন্ধ রাখা হল আজ।
4/10
গত গত ১২ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। মাটি বসেছে ৫ দশমিক ৪ সেন্টিমিটার। আর, এর ফলে জোশীমঠ থেকে আউলি যাওয়ার রোপওয়ের পিলারে ফাটল ধরেছে।
5/10
তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। কিন্তু, জোশীমঠ-আউলি রোপওয়ে পরিষেবা বন্ধ হলেও, চালু রয়েছে আউলিতে থাকা এই রোপওয়েটি। পরিষেবা চালু থাকলেও, দেখা মিলছে না পর্যটকের।
6/10
সড়ক পথে জোশীমঠ থেকে আউলির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। রোপওয়ে পরিষেবা বন্ধ থাকায়, সড়ক পথে হাতে গোনা পর্যটকই আসছেন আউলিতে।
7/10
মন ভালো নেই পর্যটনশূন্য আউলির। এখানকার লোকজন চাইছেন, ভয় কাটিয়ে আসুন পর্যটকরা। ফিরে আসুক চেনা ছবিটা।
8/10
মাটি বসে যাওয়ায়, জোশীমঠ ৭৬০টি বাড়িতে ফাটল ধরেছে। তার মধ্যে ১২৮টিকে ইতিমধ্যেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। এরকমই দুটি হোটেল ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
9/10
বরফাবৃত কেদার। সেখানেও শুনশান চারপাশ। গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গেছে জোশীমঠ! এমনই উদ্বেগজনক তথ্য় মিলল ইসরোর রিপোর্টে। একের পর এক বাড়িতে ফাটল বাড়ছে। হোটেল মালারি ইন ও মাউন্ট ভিউ, পাশাপাশি দুটি হোটেল ভাঙা শুরু হয়েছে।
10/10
দুর্ঘটনা এড়াতে হোটেলের এক একটা তলা ধীরে ধীরে ভেঙে সরানো হচ্ছে। বিপজ্জনক বাড়িগুলিতে রেড ক্রস দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে বাসিন্দাদের সরানো হয়েছে।
Sponsored Links by Taboola