Dev Diwali: বারাণসীতে দেব দীপাবলি, ১০ লক্ষ প্রদীপে আলোকিত ঘাট, 'অদ্ভূত এবং অলৌকিক' টুইট মোদির

PM Modi Tweet: কাশীর দেব দীপাবলি সারা বিশ্বে বিখ্যাত। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কার্তিক পূর্ণিমাতে উদযাপিত এই মহা উৎসবের নাম দেব দীপাবলি।

বারাণসীতে দেব দীপাবলি ছবি শেয়ার মোদির

1/7
আজ সারা দেশ জুড়ে পালন করা হল দেব দীপাবলি। প্রদীপের আলোক মালায় সেজে উঠল কাশীর ঘাট।
2/7
এই উৎসব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল কাশী। সাধারণত দীপাবলির পর কাশীতে এই উৎসব পালন করা হয়।
3/7
গত দু’বছর করোনার কারণে সেভাবে এই দীপাবলি উৎসব পালন করা যায়নি। এই উৎসবকে কেন্দ্র করে প্রায় ১০ লক্ষ প্রদীপে সেজে উঠল কাশীর ৮৪টি ঘাট।
4/7
কাশীর দেব দীপাবলি সারা বিশ্বে বিখ্যাত। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কার্তিক পূর্ণিমাতে উদযাপিত এই মহা উৎসবের নাম দেব দীপাবলি।
5/7
শুধু প্রদীপ নয়, এই উপলক্ষে কাশী বিশ্বনাথ ধামকে ফুল এবং মালা দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে। এমনিতেই কাশী বিশ্বনাথ ধাম তৈরির পর বারানসীতে পর্যটকদের ভিড় বহু গুণে বৃদ্ধি পেয়েছে।
6/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেব দীপাবলির একটি ছবি টুইট করেছেন এবং লিখেছেন, " বিস্ময়কর এবং অতিপ্রাকৃত এই দৃশ্য। অদ্ভূত এবং অলৌকিক। কাশীর এই ছবি দেখে শিহরিত। প্রাচীন ও পবিত্র শহরের ছবি দেখুন।"
7/7
হিন্দু সংস্কৃতিতে কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের গুরুত্ব অপরিসীম। কথিত আছে আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি সঞ্চয়ের জন্য সর্বশেষ মাস হল কার্তিক মাস। এই মাসের পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে।
Sponsored Links by Taboola