Dhanushkodi: সমুদ্রের ওপর দিয়েই চলাচল করে বাস, ভারতের দক্ষিণ সীমান্তের শেষ শহর আজ ভুতুড়ে
ভারতের শেষ রাস্তার শেষ সীমান্ত এই ধনুশকোডি। শ্রীলঙ্কা সীমান্তের শেষ শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও এই শহরে কেউ না থাকতে থাকতে জনপদটি আজ ভূতুড়ে অবস্থায়। ১৯৬৪ সাল নাগাদ ভয়াবহ সাইক্লোনের পর থেকে এই এলাকায় বিশেষ লোকজন থাকে না। ।
এই গ্রাম থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। সৌন্দর্য্যের টানেই পর্যটকেরা ছুটে আসে এখানে।
সবচেয়ে রোমহর্ষক বিষয় হল এখানে সমুদ্রের ওপর দিয়েই চলে বাস। অবাক করা সেই দৃশ্যের সাক্ষী হতে চান অনেকেই।
শ্রীলঙ্কার তালাইমান্নার এবং পম্বন সেতুর সাহায্যে ভারত ভূখণ্ড যুক্ত করেছে তামিলনাড়ুর এই গ্রামটি।
ভারতের শেষ সীমান্তে সমুদ্রের রূপও নয়নাভিরাম। পাখির চোখে এই এলাকার ভিউ মন কাড়া।
দেশের দক্ষিণের শেষ সীমান্তে বসে সূর্যাস্তও উপভোগ করতে পারেন। তবে সন্ধ্যের পর পরই এলাকা ছেড়ে মূল ভূখণ্ডে ফিরতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -