Akhilesh Yadav: স্বামী অখিলেশের কোন গুণগুলিতে মজেছেন, জানালেন ডিম্পল
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। কিন্তু হেরে গিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। বিজেপির সঙ্গে কড়া টক্কর সমাজবাদী পার্টির। এরইমধ্যে ডিম্পল জানিয়েছেন, স্বামী অখিলেশের কোন গুণগুলি তাঁর খুব পছন্দের।
এক সাক্ষাৎকারে ডিম্পল বলেছেন, অখিলেশ খুবই ভদ্র স্বভাবের। এটাই স্বামীর সবচেয়ে ভালো গুণ বলে জানিয়েছেন ডিম্পল। তিনি বলেছেন, কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, তা খুব ভালো করে জানেন অখিলেশ।
আর স্বামীর অন্য যে গুণটি ডিম্পলের ভালো লাগে, তা হল-বাড়িতে কখনও রাগ দেখান না অখিলেশ। ডিম্পল জানিয়েছেন, খুব কম সময়েই রেগে যান অখিলেশ।
এছাড়াও ডিম্পল জানিয়েছেন, অখিলেশ বেশিরভাগ নিজের কাজ নিজেই করেন। নিজের কাজের জন্য অন্যের ওপর নির্ভর করেন না তাঁর স্বামী।
ডিম্পল জানিয়েছেন, অখিলেশ নিজের ফিটনেস নিয়েও খুব সচেতন। তিনি বলেছেন, অখিলেশ প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করেন। আর খেলাধূলো নিয়ে খুবই উৎসাহী উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, অখিলেশ ও ডিম্পল পরস্পরের প্রেমে পড়েছিলেন। সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। দুই পরিবারের সহমতের ভিত্তিতে ১৯৯৯-তে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।
অখিলেশ ও ডিম্পলের তিন সন্তান। দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের নাম অদিতি ও টিনা। ছেলের নাম অর্জুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -