অডিশনে বহুবার বাতিল হন, নায়িকা হতে পড়াশোনা ছেড়েছিলেন দিশা পাটানি

1/6
দিশা কলেজ ড্রপআউট। ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোরে যোগ দিতে পড়াশোনা ছেড়ে দেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন।
2/6
হিরোপন্তি ছবির জন্য অডিশন দেন। কিন্তু সিলেক্ট হননি। শুরুর দিকে তাঁর কেরিয়ারে একের পর এক ব্যর্থতা এসেছে কিন্তু তিনি হাল ছাড়েননি।
3/6
তাঁর একটি বিজ্ঞাপনের অডিশন এখনও দেখা যায় ইউটিউবে।
4/6
দিশা রাজপুত পরিবারের মেয়ে। তাঁর বাবা জগদীশ সিংহ পাটানি উত্তর প্রদেশ পুলিশের ডিএসপি। তাঁর বড় বোন খুশবু, ছোট ভাই সূর্যাশ। মা গৃহবধূ। শোনা যায়, দিশা এখন প্রেম করছেন টাইগার শ্রফের সঙ্গে। তার আগে টিভি তারকা পার্থ সমথানের সঙ্গে তিনি ডেট করেছেন।
5/6
দিশা বলিউডে পরিচিত হন এম এস ধোনি ছবির মাধ্যমে। দিশাকে শেষ দেখা গিয়েছে অ্যাকশন-থ্রিলার ছবি মলঙ্গ-এ। সলমন খানের বিপরীতে ভারত-এও কাজ করেছেন তিনি। তাঁর আগামী ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। এটিতেও তিনি রয়েছেন সলমনের বিপরীতে।
6/6
ইনস্টাগ্রামে দিশা পাটানির এখন ৪ কোটি ফলোয়ার। ছবি যত হিট করছে ফলোয়ার তত বাড়ছে তাঁর।
Sponsored Links by Taboola