Uttarakhand Tunnel Collapse: আজ ফের শুরু হবে ড্রিলিং, শ্রমিকদের উদ্ধারে তুঙ্গে তৎপরতা, বিশেষ ড্রোন ব্যবহার

Uttarakhand Rescue Operation: অগার যন্ত্র মেরামতির পর আজ ফের শুরু ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারীরা।

ফাইল ছবি

1/9
উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের ১৩ দিন। শ্রমিকদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান চলছে।
2/9
'অগার' যন্ত্র মেরামতির পর আজ ফের শুরু হবে ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারীরা।
3/9
গতকাল পাথর কাটার 'অগার' যন্ত্র বিকল হয়ে পড়েছিল। তা মেরামত করা হয়েছে।
4/9
মাইক্রো টানেল তৈরির জন্য যে পাইপ ঢোকানো হচ্ছিল, তার সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই অংশ কেটে ফেলার কাজ শুরু হয়েছে।
5/9
আজ সকাল ১১টা নাগাদ ফের ড্রিলিং শুরু করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
6/9
তাঁরা জানিয়েছেন, আগামী ৫ মিটার পর্যন্ত কোনও ধাতব বস্তু নেই, তাই পাথর কাটার কাজ সহজ হবে।
7/9
আজকের মধ্যেই আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকারীরা। সব দিক ঠিক থাকলে সন্ধে ৬টার মধ্যে বের করে আনা যাবে শ্রমিকদের।
8/9
বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে টানেলের ভেতরে কী অবস্থা তা বোঝার জন্য। যেখানে জিপিএস নেই, এমন জায়গায় কাজ করবে এই ড্রোন।
9/9
বুধবার রাতেই সুড়ঙ্গে ঢুকে পড়েছেন NDRF-এর ২১ জন উদ্ধারকারী। সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স। প্রস্তুত রাখা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পও।
Sponsored Links by Taboola