Uttarakhand Tunnel Collapse: আজ ফের শুরু হবে ড্রিলিং, শ্রমিকদের উদ্ধারে তুঙ্গে তৎপরতা, বিশেষ ড্রোন ব্যবহার
উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের ১৩ দিন। শ্রমিকদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান চলছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'অগার' যন্ত্র মেরামতির পর আজ ফের শুরু হবে ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারীরা।
গতকাল পাথর কাটার 'অগার' যন্ত্র বিকল হয়ে পড়েছিল। তা মেরামত করা হয়েছে।
মাইক্রো টানেল তৈরির জন্য যে পাইপ ঢোকানো হচ্ছিল, তার সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই অংশ কেটে ফেলার কাজ শুরু হয়েছে।
আজ সকাল ১১টা নাগাদ ফের ড্রিলিং শুরু করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাঁরা জানিয়েছেন, আগামী ৫ মিটার পর্যন্ত কোনও ধাতব বস্তু নেই, তাই পাথর কাটার কাজ সহজ হবে।
আজকের মধ্যেই আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকারীরা। সব দিক ঠিক থাকলে সন্ধে ৬টার মধ্যে বের করে আনা যাবে শ্রমিকদের।
বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে টানেলের ভেতরে কী অবস্থা তা বোঝার জন্য। যেখানে জিপিএস নেই, এমন জায়গায় কাজ করবে এই ড্রোন।
বুধবার রাতেই সুড়ঙ্গে ঢুকে পড়েছেন NDRF-এর ২১ জন উদ্ধারকারী। সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স। প্রস্তুত রাখা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -