Rainfall in Kolkata: কলকাতা থেকে জেলায় অবিরাম বৃষ্টির জের, বাড়ল জলস্তর, ডুবল সেতু
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর আজ সকালেও জলমগ্ন। জল জমে রয়েছে জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায়। ইংরেজবাজার পুরসভা ও মেডিক্যাল কলেজের তরফে জল বের করার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রবল বৃষ্টিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অবস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটানা বৃষ্টিতে অজয় নদীতে আচমকাই বেড়েছে জলস্তর। ভেসে গেছে বীরভূমের পারসুন্দি এবং বর্ধমানের চুরুলিয়ার মধ্যে যোগাযোগের সেতু। চরম সঙ্কটে এলাকার মানুষ। ডোবা সেতু দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে পারপার করতে হচ্ছে সবাইকে। স্থানীয়দের অভিযোগ, ভারী বর্ষা বা নিম্নচাপে ফি বছর ভেসে যায় এই সেতু। আবেদন জানানো হলেও, হয় না কোনও সুরাহা।
দক্ষিণ ২৪ পরগনার সাগরে ৫টি গ্রাম জলমগ্ন। ঘূর্ণিঝড় ইয়াসের পর দু’দিন কেটে গেলেও জল না নামায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কচুবেড়িয়া আশ্রম মোড়ে রাস্তা অবরোধ করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, গতকাল এলাকায় ঘুরে যান স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কিন্তু তারপরও প্রশাসনের তত্পররতা চোখে পড়েনি। এই অভিযোগে আজ রাস্তা অবরোধ করেন ৫টি গ্রামের বাসিন্দারা।
ওল্ড মালদার সাহাপুর এলাকায় বাঁধের ওপর রাস্তার একাংশ প্রবল বৃষ্টিতে বসে যাওয়া বিপত্তি। রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন বিডিও।
প্রবল বৃষ্টির কারণে খিদিরপুরের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। গঙ্গায় জোয়ার থাকায় জমা জল নামতে দেরি হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। আলিপুর এলাকায় ন্যাশনাল লাইব্রেরি রোড, ডায়মন্ড হারবার রোডের একবালপুর সংলগ্ন এলাকা আজ সকালেও জলমগ্ন। অতিরিক্ত পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে পুরসভা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -