Durga Puja 2023: গান-নাচ থেকে বাঙালি ভোজ! শারদোৎসবে মাতোয়ারা বার্লিন

Durga Puja in Germany:সাবেকি সাজেই সেজেছে বার্লিনের এই পুজোর প্রতিমা।

নিজস্ব চিত্র

1/10
জার্মানির বার্লিনে এখন শারোদৎসবের ধুম। বাংলা থেকে বহুদূরে থেকেও জার্মানির মাটিতে দুর্গাপুজোর আমেজ।
2/10
বার্লিনে দুর্গাপুজোর আয়োজনে প্রবাসী বাঙালিদের সংগঠন Ignite e.V. পুজো প্রস্তুতিপর্ব থেকেই তুঙ্গে ছিল প্রস্তুতি
3/10
সাবেকি সাজেই সেজেছে বার্লিনের এই পুজোর প্রতিমা। ষষ্ঠীতে বোধন থেকে সপ্তমীর পুজো সবই হয়েছে নিয়ম মেনে।
4/10
পুজোর যাবতীয় উপাচারও হাজির। ঠিক ঠিক নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলছে দেবী আরাধনা।
5/10
আয়োজনে প্রবাসী বাঙালিরা। কিন্তু বিদেশ বিঁভুইয়ের পুজোয় আনন্দে মেতেছেন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই।
6/10
পুজোর প্রথমদিন থেকেই আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুজোর অনুষ্ঠানের জন্য চলেছে মহড়াও।
7/10
বার্লিনের এই দুর্গাপুজো ঘিরে ভিড় চোখে পড়ার মতো। আয়োজকরা জানাচ্ছেন, পুজোর প্রত্যেকদিন ভিড় উপচে পড়ে এখানে।
8/10
বাঙালির পুজোয় খাওয়া-দাওয়া থাকবেই। এই পুজো ঘিরে বসেছে ফুড ফেস্টিভ্যাল। আয়োজনে মহিলারা। তাঁরাই রান্না করেছেন, পরিবেশনও করছেন তাঁরাই।
9/10
মিষ্টি ছাড়া বাঙালির উৎসব হয় না। তাই বার্লিনেও হাজির বাংলার মিষ্টি। রসগোল্লা, পান্তুয়া হাজির সবই
10/10
পুজোর সঙ্গে মেলা ওতপ্রোত ভাবে জড়িত। একই ছবি দেখা গেল বিদেশের পুজোতেও। ভিড় জমিয়েছেন উৎসাহীরা।
Sponsored Links by Taboola