Durga Puja 2023: গান-নাচ থেকে বাঙালি ভোজ! শারদোৎসবে মাতোয়ারা বার্লিন
জার্মানির বার্লিনে এখন শারোদৎসবের ধুম। বাংলা থেকে বহুদূরে থেকেও জার্মানির মাটিতে দুর্গাপুজোর আমেজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্লিনে দুর্গাপুজোর আয়োজনে প্রবাসী বাঙালিদের সংগঠন Ignite e.V. পুজো প্রস্তুতিপর্ব থেকেই তুঙ্গে ছিল প্রস্তুতি
সাবেকি সাজেই সেজেছে বার্লিনের এই পুজোর প্রতিমা। ষষ্ঠীতে বোধন থেকে সপ্তমীর পুজো সবই হয়েছে নিয়ম মেনে।
পুজোর যাবতীয় উপাচারও হাজির। ঠিক ঠিক নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলছে দেবী আরাধনা।
আয়োজনে প্রবাসী বাঙালিরা। কিন্তু বিদেশ বিঁভুইয়ের পুজোয় আনন্দে মেতেছেন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই।
পুজোর প্রথমদিন থেকেই আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুজোর অনুষ্ঠানের জন্য চলেছে মহড়াও।
বার্লিনের এই দুর্গাপুজো ঘিরে ভিড় চোখে পড়ার মতো। আয়োজকরা জানাচ্ছেন, পুজোর প্রত্যেকদিন ভিড় উপচে পড়ে এখানে।
বাঙালির পুজোয় খাওয়া-দাওয়া থাকবেই। এই পুজো ঘিরে বসেছে ফুড ফেস্টিভ্যাল। আয়োজনে মহিলারা। তাঁরাই রান্না করেছেন, পরিবেশনও করছেন তাঁরাই।
মিষ্টি ছাড়া বাঙালির উৎসব হয় না। তাই বার্লিনেও হাজির বাংলার মিষ্টি। রসগোল্লা, পান্তুয়া হাজির সবই
পুজোর সঙ্গে মেলা ওতপ্রোত ভাবে জড়িত। একই ছবি দেখা গেল বিদেশের পুজোতেও। ভিড় জমিয়েছেন উৎসাহীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -