Subho Bijaya: 'আবার এসো মা', প্রিয়জনকে পাঠান বিজয়া দশমীর শুভেচ্ছা

Subho Bijoya Wishes

1/7
আজ দশমী৷ বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ এবার উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা৷
2/7
ঢাকের কাঠির বিদায় সুরে/উদাস করে মন/ চললেন মা মহামায়া/ আজকে বিসর্জন, শুভ বিজয়া
3/7
বিসর্জনের ঢাক উঠলো বেজে/মন লাগে না কোনো কাজে,/ নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া/ মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া। - শুভ বিজয়া
4/7
বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শুভ দিনটি জীবনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ বিজয়া।
5/7
বিজয়া দশমীর এই উৎসব মানুষদের জীবনকে আনন্দে রাঙিয়ে তুলুক। তোমাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা
6/7
বিজয়া দশমী উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আনন্দ, সমৃদ্ধি আসুক।
7/7
জীবনের সমস্ত অশুভ ও নেতিবাচক শক্তি বিজয়া দশমীতেই বিলীন হোক। শুভ হোক সব। শুভ বিজয়া
Sponsored Links by Taboola