Subho Bijaya: 'আবার এসো মা', প্রিয়জনকে পাঠান বিজয়া দশমীর শুভেচ্ছা
আজ দশমী৷ বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ এবার উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঢাকের কাঠির বিদায় সুরে/উদাস করে মন/ চললেন মা মহামায়া/ আজকে বিসর্জন, শুভ বিজয়া
বিসর্জনের ঢাক উঠলো বেজে/মন লাগে না কোনো কাজে,/ নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া/ মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া। - শুভ বিজয়া
বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শুভ দিনটি জীবনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ বিজয়া।
বিজয়া দশমীর এই উৎসব মানুষদের জীবনকে আনন্দে রাঙিয়ে তুলুক। তোমাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা
বিজয়া দশমী উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আনন্দ, সমৃদ্ধি আসুক।
জীবনের সমস্ত অশুভ ও নেতিবাচক শক্তি বিজয়া দশমীতেই বিলীন হোক। শুভ হোক সব। শুভ বিজয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -