Eid Al Adha: সারা ভারতে পালিত ইদুজ্জোহা, প্রার্থনা শেষে কোলাকুলি
ইসলামি সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র ইদ-উল আধা বা ইদুজ্জোহা। ২৯ জুন, বৃহস্পতিবার সারা ভারতে পালিত হল দিনটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বজুড়ে নানা দেশে নানাভাবে পালিত হয়েছে এই দিনটি। সপরিবার প্রার্থনা করতে দেখা গিয়েছে সপরিবার ইসলাম ধর্মাবলম্বীদের।
এই দিনটিকে- বকরি ইদ বা কুরবানি ইদ-ও বলা হয়ে থাকে। আরবি ‘কুরবান’ থেকে এসেছে এই নাম। ফারসি ভাষায় এর অর্থ- 'নৈকট্য'।
এই দিনে পশুকে কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। যদিও কোরানে কুরবানি সম্পর্কে যা বলা রয়েছে, তা হল- “মাংস বা রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌঁছয় না, পৌঁছয় সকলের মনের পবিত্র ইচ্ছা।”
এ কুরবানি কেবল পশু কুরবানি নয়। নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি।
এদিন সারা ভারতে পালিত হয়েছে ইদুজ্জোহা। নমাজ পড়েছেন আবালবৃদ্ধবণিতা।
দিল্লি, মুম্বই, কলকাতা, জয়পুর, গুঁরগাঁও-সহ আরও নানা জায়গায় নমাজ পড়েছেন।
নমাজের ফাঁকে খুনসুটিতে মেতেছে শিশুরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -