Eid Al Adha: সারা ভারতে পালিত ইদুজ্জোহা, প্রার্থনা শেষে কোলাকুলি

Bakri Eid Celebration: আরবি ‘কুরবান’ থেকে এসেছে এই নাম। ফারসি ভাষায় এর অর্থ- নৈকট্য

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1/8
ইসলামি সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র ইদ-উল আধা বা ইদুজ্জোহা। ২৯ জুন, বৃহস্পতিবার সারা ভারতে পালিত হল দিনটি।
2/8
বিশ্বজুড়ে নানা দেশে নানাভাবে পালিত হয়েছে এই দিনটি। সপরিবার প্রার্থনা করতে দেখা গিয়েছে সপরিবার ইসলাম ধর্মাবলম্বীদের।
3/8
এই দিনটিকে- বকরি ইদ বা কুরবানি ইদ-ও বলা হয়ে থাকে। আরবি ‘কুরবান’ থেকে এসেছে এই নাম। ফারসি ভাষায় এর অর্থ- 'নৈকট্য'।
4/8
এই দিনে পশুকে কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। যদিও কোরানে কুরবানি সম্পর্কে যা বলা রয়েছে, তা হল- “মাংস বা রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌঁছয় না, পৌঁছয় সকলের মনের পবিত্র ইচ্ছা।”
5/8
এ কুরবানি কেবল পশু কুরবানি নয়। নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি।
6/8
এদিন সারা ভারতে পালিত হয়েছে ইদুজ্জোহা। নমাজ পড়েছেন আবালবৃদ্ধবণিতা।
7/8
দিল্লি, মুম্বই, কলকাতা, জয়পুর, গুঁরগাঁও-সহ আরও নানা জায়গায় নমাজ পড়েছেন।
8/8
নমাজের ফাঁকে খুনসুটিতে মেতেছে শিশুরা।
Sponsored Links by Taboola