Elon Musk: ইলন মাস্কের সন্তানের আসল সংখ্যা কত? মোটা টাকার প্রস্তাব মহিলাদের! ‘বৃহত্তর পরিকল্পনা’, বলছে আমেরিকার মিডিয়া

Elon Musk Legion of Babies: কী পরিকল্পনা ইলন মাস্কের? খোলসা করল আমেরিকার সংবাদমাধ্যম। -ফাইল চিত্র।

-ফাইল চিত্র।

1/10
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। রাজনৈতিক ভাবেও ক্ষমতাশালী হয়ে উঠেছেন সম্প্রতি। কিন্তু ইলন মাস্ককে ঘিরে বিতর্কের শেষ নেই।
2/10
বিশেষ করে ইলন মাস্কের ব্যক্তিগত জীবন ঘিরে তরজার শেষ নেই। এবার তাঁর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ সামনে এল।
3/10
আমেরিকার The Wall Street Journal-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজের ঔরসজাত সন্তানের আস্ত ‘সৈন্যদল’ তৈরি করতে কার্যত উদ্যত হয়েছেন ইলন মাস্ক। এমনকি নিজের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট X-এর মাধ্যমে সন্তানের ‘আদর্শ মা’ খুঁজে বেড়াচ্ছেন তিনি। সারোগেসির মাধ্যমে নিজের লক্ষ্য়ে পৌঁছতে চাইছেন।
4/10
গত সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অ্যাশলি সেন্ট ক্লেয়ার নামের এক তরুণী। ২৬ বছরের ওই তরুণী জানান, ইলন মাস্কের ১৩তম সন্তান, পুত্রের জন্ম দিয়েছেন তিনি। ইলন মাস্কের সঙ্গে নিজের মেসেজ কথোপকথন নিয়েও তুলে ধরেন অ্যাশলি।
5/10
সবমিলিয়ে এখনও পর্যন্ত ইলন মাস্কের ১৪ সন্তানের হিসেব মিলেছে। কিন্তু তাঁর সন্তানের সংখ্যা বাস্তবে আরও বেশি হতে পারে বলে দাবি করা হয়েছে The Wall Street Journal-এর প্রতিবেদনে।
6/10
The Wall Street Journal জাপানের একটি ‘হাই প্রোফাইল’ মহিলার কথা উল্লেখ করেছে। সেই মহিলাকে ইলন মাস্কের শুক্রাণু ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
7/10
সন্তানের মা হওয়ার জন্য ইলন মাস্ক মহিলাদের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া থেকে আর্থিক সহযোগিতা, কিছুতেই পিছপা হচ্ছেন না বলে খবর। অ্যাশলি জানিয়েছেন, তাঁকে প্রথমে ১৫ মিলিয়ন ডলার এবং মাসিক ১ লক্ষ ডলারের অফার দেওয়া হয়। তবে শর্ত ছিল, সন্তানের জন্মের শংসাপত্রে ইলন মাস্কের নাম রাখা যাবে না। তিনি যখন প্রসব যন্ত্রণায় কাতর, সেই সময় ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড বার্চঅল ওই প্রস্তাব দেন বলে জানান অ্যাশলি।
8/10
অ্যাশলি জানিয়েছেন, তিনি গোপনীয়তা রক্ষায় রাজি হননি। তবে সরকারি নথিপত্রে ইলন মাস্কের নাম রাখেননি। ফেব্রুয়ারি মাসে ইলন মাস্কের সঙ্গে সন্তানধারণের কথা ঘোষণা করলে তাঁর আর্থিক সাহায্য় ৪০০০০ ডলারে নামিয়ে আনা হয়। পরে আরও কমে তা হয় ২০০০০ ডলার।
9/10
ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার টিফানি ফং-কেও ইলন মাস্ক তাঁর সন্তানের মা হওয়ার প্রস্তাব দেন বলে দাবি করেছে The Wall Street Journal. টিফানি বিষয়টি ফাঁস করে দিলে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে আনফলো করেন ইলন মাস্ক। তাঁর টিমের তরফে বহু মহিলার কাছেই এমন প্রস্তাব গিয়েছে বলে জানা যাচ্ছে।
10/10
ইলন মাস্ক বহু সন্তানের বাবা হতে চান বলে এবং সেই মর্মে মহিলাদের প্রস্তাব দিয়েছেন বলেও আগেও অভিযোগ ওঠে। এমনকি প্রকাশ্যে ইলন মাস্ককে বলতে শোনা যায় যে, শিশুর জন্মের হার যে ভাবে কমছে, তাতে মানব সভ্যতার অস্তিত্ব সঙ্কটে। বুদ্ধিমান লোকজনের উচিত আরও বেশি সংখ্যক সন্তানের জন্ম দেওয়া।
Sponsored Links by Taboola