Twitter Blue: কবে লঞ্চ হবে ট্যুইটার ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন?

Elon Musk: ট্যুইটারে ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন কবে নতুন করে লঞ্চ হতে চলেছে। নতুন দিন ঘোষণা করেছেন ইলন মাস্ক।

ইলন মাস্ক, ছবি সূত্র- নিজস্ব চিত্র

1/10
ডিসেম্বরের ২ তারিখ লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক ট্যুইট করে একথা ঘোষণা করেছেন।
2/10
ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন।
3/10
এর আগে একবার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছিল। কদিন পরেই তা বন্ধ হয়ে যায়। নতুন করে ২৯ নভেম্বর এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। অবশেষে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চের জন্য নতুন দিন ঘোষণা হয়েছে।
4/10
প্রতি মাসে ৮ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা) বিনিময়ে ট্যুইটারের ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি।
5/10
অক্টোবর মাসের শেষে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে এই সংস্থায়।
6/10
ট্যুইটারে বর্তমানে কর্মরতদের কার্যত হুঁশিয়ারি দিয়ে ইমেলের মাধ্যমে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন ধনকুবের। আরও বেশি মনযোগ দিয়ে এবং বেশি সময় ধরে প্রচুর কাজ করার কথা বলেছিলেন ইলন মাস্ক। যাঁরা এমনটা করতে পারবেন না তাঁদের কোম্পানি ছেড়ে বিদায় নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।
7/10
শোনা যাচ্ছে, ইলন মাস্কের এই শর্তাবলীতে রাজি হওয়ার পরেও নাকি বেশ কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চাকরি খোয়াতে হয়েছে। স্বভাবতই এই ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
8/10
উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন বিভাগের কর্মী, ইলন মাস্কের ছাঁটাইয়ের হাত থেকে বাদ যাননি কেউই। প্রায় ৭০০০ থেকে ট্যুইটারের কর্মী সংখ্যা নেমে গিয়েছে ২০০০- এর কাছাকাছি। অর্থাৎ প্রায় ৫০০০ কর্মী ছাঁটাই ইতিমধ্যেই ছাঁটাই হয়ে গিয়েছেন ট্যুইটার থেকে।
9/10
শোনা গিয়েছে, ট্যুইটারের সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। জাপান, ভারত, ইন্দোনেশিয়া এবং ব্রাজিল থেকে নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের।
10/10
ইলন মাস্ক ট্যুইটার দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহেই প্রাথমিক পর্যায়ের কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। নিয়ম কানুনেও এসেছে একাধিক পরিবর্তন। অনুমান আগামী দিনে আরও পরিবর্তন আসতে পারে ট্যুইটারে। সব ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
Sponsored Links by Taboola