EPFO 3.0: ATM, UPI পরিষেবা মিলবে এবার, প্রভিডেন্ট ফান্ডে থেকে টাকা তোলা আরও সহজ, EPFO 3.0 আসছে শীঘ্রই
EPFO 3.0 Rollout: কী কী সুবিধা মিলবে জানুন। ছবি: ABP Live AI.
ছবি: ABP Live AI.
1/10
মাস ফুরনোর আগেই হাতটান পড়ে আজকাল। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা।
2/10
পরিবারে কোনও বিপদ নেমে এলে তো কথাই নেই। চটজলটি টাকার সঙ্কুলান করা দুষ্কর হয়ে দাঁড়ায়।
3/10
আর এসবের মধ্যেই চাকুরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত পরিষেবা আরও সহজতর করে তুলছে Employees’ Provident Fund Organisation (EPFO).
4/10
চলতি বছরেই তৃতীয় দফায় প্রভিডেন্ট ফান্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন ঘটানো হচ্ছে, যাকে EPFO 3.0 বলছেন কেউ কেউ। পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দিতে, স্বচ্ছতা আনতেই এমন পরিবর্তন।
5/10
EPFO 3.0-র সবচেয়ে সুবিধা হল সরাসরি ATM পরিষেবা। UAN নম্বর সক্রিয় থাকতে হবে। ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত ধাকতে হবে আধার। তাহলেই সরাসরি ATM থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে। ফলে জরুরি পরিস্থিতিতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না।
6/10
ডিজিটাল ভারত গড়ে তোলার ক্ষেত্রে UPI-এর ভূমিকা অনস্বীকার্য। EPFO 3.0 এমন ব্যবস্থা করছে, যাতে প্রভিডেন্ট ফান্ডের টাকাও সরাসরি UPI-এর মাধ্যমে তোলা সম্ভব।
7/10
সাধারণ ভুল সংশোধনে আর EPFO দফতরে ছুটতে হবে না। অনলাইনই সব ভুল-ত্রুটি সংশোধন, নতুন তথ্য সংযোজন করা যাবে। OTP-র মাধ্যমেই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে অতি অল্প সময়ে।
8/10
মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত দাবিদাওয়া মেটাতে হিমশিম খেতে হয় পরিবারের। ভোলবদলের পর অভিভাবকত্বের শংসাপত্রের আর প্রয়োজন পড়বে না অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। ফলে দ্রুত সমস্যার সমাধান হবে।
9/10
EPFO-র নয়া ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক বেশি মোবাইল-ফ্রেন্ডলি হবে। টাকা জমা পড়া, তোলা, দাবিদাওয়া-সহ যাবতীয় প্রক্রিয়া চলে আসবে মুঠোর মধ্যে।
10/10
এতে দেশের ৮ কোটি মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। Infosys, Wipro, TCS-এর মতো সংস্থাকে এই ভোলবদলের দায়িত্ব দেওয়া হচ্ছে। জুন মাসেই নয়া রূপে হাজির হওয়ার কথা ছিল EPFO-র। তবে প্রযুক্তিগত কারণে সময়সীমা পিছিয়েছে।
Published at : 27 Aug 2025 07:32 PM (IST)