Joshimath: শুধু জোশীমঠ নয়, ফাটলের গ্রাসে নিশ্চিহ্ন হতে পারে নৈনিতাল- উত্তরকাশীও
জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করল বিজেপি-শাসিত উত্তরাখণ্ড সরকার। হিমালয়ের কোলে এই ছোট্ট জনপদে একের পর এক বাড়িতে বাড়ছে ফাটল। ইতিমধ্যেই ৬০৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বিপজ্জনক এলাকা থেকে ৬৮টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিকে জোশীমঠের পাশাপাশি হিমালয়ের পাদদেশে অবস্থিত একাধিক শহর যেমন নৈনিতাল, উত্তরকাশীও এমন ভূগর্ভে তলিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় অঞ্চলের ভূতত্ত্ব বিবেচনা না করেই যেভাবে হোটেল, বাড়িঘরগুলি তৈরি হয়েছে তার ফলেই আগামী দিনে এমনটা হবে বলে অনুমান।
ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, এই অঞ্চলটি রয়েছে সেই এলাকায় ভারতীয় প্লেট হিমালয় বরাবর ইউরেশিয়ান প্লেটের নিচে ঠেলে দিয়েছে। যা মেইন সেন্ট্রাল থ্রাস্ট (MCT-2) নামে পরিচিত।
কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ডাঃ বাহাদুর সিং কোটলিয়া বলেন, এই MCT-2 জোনটি পুনরায় সক্রিয় হয়েছে, যার ফলে জোশীমঠের মাটি ডুবে যাচ্ছে। কোন এলাকা কখন সক্রিয় হয়ে উঠবে তা আগাম কিছু বলা সম্ভব নয়। প্রকৃতির সঙ্গে তো আর লড়াই করে পারা যাবে না।
জোশীমঠের পরিস্থিতি গতকাল নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পরযালোচনার পর ৭টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র।
আজই বিপরযস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে জোশীমঠে যাচ্ছেন বর্ডার ম্যানেজমেন্টের সচিব এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -