Visa Free Countries for Indians: বিদেশভ্রমণে বিশেষ সুবিধা ভারতীয়দের, কম খরচে একাধিক দেশ দেখার সুযোগ

Indian Passport: ভিসার আবেদনের ঝামেলা নেই। নিশ্চিন্তে রওনা দিতে পারেন বিদেশভ্রমণে। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।

1/10
এক জীবনে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু স্বপ্ন দেখা আর বেরিয়ে পড়ার মধ্যে অনেক ফারাক। খরচের কথা ভেবেই পিছিয়ে আসতে হয় আমাদের। ছবি: পিক্সাবে।
2/10
পকেটের জোর রয়েছে যাঁদের, তাঁরা যদিও চাইলেই বেরিয়ে পড়তে পারেন। একবারের যাত্রায় কয়েক লক্ষ টাকা খরচ করা কোনও ব্যাপারই নয় তাঁদের কাছে। ছবি: পিক্সাবে।
3/10
তবে বিশ্বায়নের যুগে বিদেশযাত্রা এখন মোটেই হাতিঘোড়া ব্যাপার নয়। একটু পরিকল্পনা করে এগোলেই বেরিয়ে পড়া যায় দিব্যি। ইউরোপ আমেরিকা না হলেও, নিজের চারপাশটাই চোখ ভরে দেখে নেওয়া যায়। ছবি: পিক্সাবে।
4/10
ইদানীং এই বিদেশযাত্রা সহজতর হয়েছে। এক দেশের সঙ্গে অন্য দেশের পারস্পরিক সম্পর্ক যত উন্নত হয়েছে, ভিসা সংক্রান্ত খরচ-খরচার বহর কমেছে অনেকটাই। ভারতীয়দের ভিসার প্রয়োজন পড়ে না অনেক ক্ষেত্রে। আবার আগে ভাগে ভিসা না করিয়ে, সেদেশে পৌঁছেও ভিসা করানো যায়, যাতে সাশ্রয় হয় অনেকটাই। ছবি: পিক্সাবে।
5/10
ভারতীয়দের ক্ষেত্রে এক্ষেত্রে কিছু দেশ একেবারে আদর্শ। ভিসার আবেদন না করেই বিশ্বের ৬২টি দেশ দেখার সুযোগ রয়েছে ভারতীয়দের। চাইলে বেরিয়ে পড়াই যায়। ছবি: পিক্সাবে।
6/10
Henely Passport Index 2024 যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশের তালিকায় ভারত ৮০তম স্থানে রয়েছে। কোন কোন দেশে যেতে হলে আগে থেকে ভিসার জন্য আবেদন জানাতে হবে না জেনে নিন। ছবি: পিক্সাবে।
7/10
এই তালিকায় রয়েছে অঙ্গোলা, বারবেডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কাপে ভারডে, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, আল সালভাদর, ইথিওপিয়া, ফিজি, গাবো, গ্রানাডা, গিনি-বিসো, হাইতি। ছবি: পিক্সাবে।
8/10
এর পাশাপাশি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, মাদাগাস্কার, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ড, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্তসেরাত, মোজাম্বিক, মায়ানমার, নিউয়ে, ওমান, পলাউ আইল্যান্ডস, কাতার, রোয়ান্ডা, সামোয়া, সেনেগল, সেশেলস, সিয়েরা লিও, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ট নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স। ছবি: পিক্সাবে।
9/10
ভারতীয়রা ভিসা ছাড়া রওনা দিতে পারেন তানজানিয়া, তাইল্যান্ড, তিমর-লেস্তে, টোগো, টিউনিসিয়া, টুভালু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভানুয়াতু, জিম্বাবোয়ের উদ্দেশেও। ছবি: পিক্সাবে।
10/10
চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যে ভিসা নীতি চালু রয়েছে, তার আওতায় এই ৬২টি দেশে যেতে আগে থেকে ভিসার জন্য আবেদন জানাতে হবে না ভারতীয়দের। ছবি: পিক্সাবে।
Sponsored Links by Taboola