Will Writing Mistakes: ‘উইল’ লেখার সময় এই ভুল থেকে যাচ্ছে না তো? আইনি ঝামেলায় পড়তে হতে পারে প্রিয়জনকে

Mistakes in Will Writing: বহু ক্ষেত্রেই সামান্য ভুলের মাশুল গুনতে হয়। আগে থেকে সাবধান হোন। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/10
নয় নয় করে প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি। অথচ সেই সঞ্জয় কপূরের ‘উইল’ নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয়েছে। ওই ‘উইল’ আদৌ আসল কি না, প্রশ্ন তুলছেন শিল্পপতির আগের পক্ষের সন্তানরা।
2/10
সঞ্জয়ের সন্তানদের দাবি, সৎ মা প্রিয়া সচদেব সঞ্জয়ের ‘উইল’ বলে যে কাগজ পেশ করেছেন, তাতে না আছে আইনি সিলমোহর, না সেটি ভুলভ্রান্তিহীন। নিজের ছেলের নামের বানান কোনও বাবা ভুল লিখবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
3/10
হাই-প্রোফাইল এই মামলাই ‘উইল’-এর গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। ‘উইল’ লেখার সময় অধিকাংশ ক্ষেত্রেই একাধিক ভুলভ্রান্তি রয়ে যায়। সাধারণ ভাবে সেগুলিকে গুরুতর মনে না হলেও, সেই ব্যক্তির মৃত্য়ুর পর আইনি টানাপোড়েনে জড়িয়ে পড়েন তাঁর পরিবারের লোকজন। তাই ‘উইল’ লেখার সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার।
4/10
‘উইল’ লেখার সময় ভাষার উপর বিশেষ গুরুত্ব দিন। ভাববাচ্যে বা ভাসা ভাসা কিছু না লেখাই উচিত। ‘আমার সন্তান’, ‘আমার পরিবার’-এর মতো শব্দ না লিখে বেনিফিশিয়াদের নাম স্পষ্ট ভাবে উল্লেখ করুন। নির্ভুল বানান লিখুন। নিজের নামের বানান লেখার সময়, সই করার সময় বানান খেয়াল রাখুন। বাকি আইনি নথিতে কী আছে দেখে নিন।
5/10
বিবাহ, ডিভোর্স, সন্তানের জন্ম, নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে প্রতিবার ‘উইল’ আপডেট করা জরুরি। এতে পরবর্তীতে জটিলতা দেখা দেবে না।
Continues below advertisement
6/10
কাদের সাক্ষী হিসেবে রাখছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় উত্তরাধিকার আইনে অন্তত দুই সাক্ষীর প্রয়োজন হয়। ‘উইল’-এর রেজিস্ট্রেশন যেহেতু বাধ্যতামূলক নয়, তাই বিশ্বাসযোগ্য লোককে সাক্ষী হিসেবে রাখুন। আপনার মৃত্যুর পর যাতে সত্যটাই তুলে ধরেন সাক্ষী, এমন মানুষকেই বাছুন।
7/10
জীবনের কোন সময় দাঁড়িয়ে ‘উইল’ তৈরি করছেন, তাও গুরুত্বপূর্ণ। একাধিক ‘উইল’ থাকলে শেষটিই গৃহীত হবে আদালতে। ফলে শেষ ‘উইল’-এ আগের সব দলিলের উল্লেখ থাকতে হবে। সেগুলিকে বাতিল বলে জানাতে হবে। এতে কোনও বিভ্রান্তি তৈরি হবে না।
8/10
‘উইল’ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না হলেও, তাতে আইনি সিলমোহর দেওয়া অত্যন্ত জরুরি। এতে ‘উইল’-এর সত্যতা নিয়ে কোনও ধন্দ তৈরি হবে না পরবর্তীতে।
9/10
কে কে সম্পত্তি পাবেন, নাম ধরে ধরে প্রত্যেকের উল্লেখ না থাকা সমস্যার। ‘উইল’-এ ‘রেসিডুয়ারি ক্লজ’ রাখাও জরুরি, যাতে ‘উইল’ তৈরির পর নতুন কোনও সম্পত্তি কেনা হলেও, তা সেটি নিয়ে টানাপোড়েন হবে না।
10/10
আইন মেনে প্রত্যেকটি নথি গুছিয়ে রাখতে হবে। দেখবেন, ঠিক ঠাক স্ট্যাম্প আছে কি না, সাক্ষীদের সকলে ঠিক সই করেছেন কি না, কোনও পাতা যেন বাদ না পরে। ‘উইল’ তৈরি করতে তাই বিশেষজ্ঞের সাহায্য় নেওয়াই শ্রেয়। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। এব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola