দিল্লিতে চলছে অটো এক্সপো, দেখুন কিছু ছবি
1/11
2/11
ভক্সওয়াগন নিয়ে এসেছে টি রক, দারুণ স্মার্ট কমপ্যাক্ট ক্রসওভার এসইউভি।
3/11
মার্সিডিজ নিয়ে এসেছে এএমজি ৬৩জিটি ও নতুন জিএলএ। সঙ্গে এএমজি এ৩৫এলআইএমও।
4/11
হুন্ডাই আনল বিএস৬ টাস্কন।
5/11
মহীন্দ্রা প্রদর্শন করে বেশ কয়েকটি নয়া গাড়ি। ৮.২৫ লাখ টাকা এক্স শোরুম প্রাইসে উদ্বোধন হল ই কেইউভি ১০০ গাড়ির। এল আর একটি বিদ্যুৎ চালিত ছোট্ট গাড়ি অ্যাটম, তা ছাড়া বিদ্যুৎ চালিক এক্সইউভি৩০০। তবে সব থেকে বেশি উৎসাহ ছিল ফানস্টার গাড়ি নিয়ে।
6/11
টাটা মোটর্স এনেছে সিয়েরা ই কনসেপ্ট। হ্যারিয়ারের নতুন সংস্করণ গ্র্যাভিটাসও এনেছে তারা।
7/11
কিয়া উদ্বোধন করে তাদের টয়োটা ক্রিস্টার বদলি, দ্য কার্নিভাল। দাম ঘোরাফেরা করছে ২৪ থেকে ৩৩ লাখের মধ্যে।
8/11
এসেছে মারুতি সুজুকি। গতকাল এখানেই তারা উদ্বোধন করেছে একটি কমপ্যাক্ট এসইউভি।
9/11
তবে বাজারের মন্দা ও আশানুরূপ বাজেট না হওয়ায় এবার মেলায় ভিড় কম। বেশিরভাগ টু হুইলার সংস্থা আসেনি, বেশ কয়েকটি গাড়ি কোম্পানিও অনুপস্থিত।
10/11
দীর্ঘদিন ধরে এই মেলা বসেছে প্রগতি ময়দানের মাঠে। সংস্কার চলায় শেষ কয়েক বছর বসছে গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে।
11/11
দিল্লিতে চলছে অটো এক্সপো। শীতের ঠান্ডা, ট্রাফিক জ্যাম থোড়াই কেয়ার করে মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন মানুষ।
Published at :
Tags :
Auto Expo