দিল্লিতে চলছে অটো এক্সপো, দেখুন কিছু ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভক্সওয়াগন নিয়ে এসেছে টি রক, দারুণ স্মার্ট কমপ্যাক্ট ক্রসওভার এসইউভি।
মার্সিডিজ নিয়ে এসেছে এএমজি ৬৩জিটি ও নতুন জিএলএ। সঙ্গে এএমজি এ৩৫এলআইএমও।
হুন্ডাই আনল বিএস৬ টাস্কন।
মহীন্দ্রা প্রদর্শন করে বেশ কয়েকটি নয়া গাড়ি। ৮.২৫ লাখ টাকা এক্স শোরুম প্রাইসে উদ্বোধন হল ই কেইউভি ১০০ গাড়ির। এল আর একটি বিদ্যুৎ চালিত ছোট্ট গাড়ি অ্যাটম, তা ছাড়া বিদ্যুৎ চালিক এক্সইউভি৩০০। তবে সব থেকে বেশি উৎসাহ ছিল ফানস্টার গাড়ি নিয়ে।
টাটা মোটর্স এনেছে সিয়েরা ই কনসেপ্ট। হ্যারিয়ারের নতুন সংস্করণ গ্র্যাভিটাসও এনেছে তারা।
কিয়া উদ্বোধন করে তাদের টয়োটা ক্রিস্টার বদলি, দ্য কার্নিভাল। দাম ঘোরাফেরা করছে ২৪ থেকে ৩৩ লাখের মধ্যে।
এসেছে মারুতি সুজুকি। গতকাল এখানেই তারা উদ্বোধন করেছে একটি কমপ্যাক্ট এসইউভি।
তবে বাজারের মন্দা ও আশানুরূপ বাজেট না হওয়ায় এবার মেলায় ভিড় কম। বেশিরভাগ টু হুইলার সংস্থা আসেনি, বেশ কয়েকটি গাড়ি কোম্পানিও অনুপস্থিত।
দীর্ঘদিন ধরে এই মেলা বসেছে প্রগতি ময়দানের মাঠে। সংস্কার চলায় শেষ কয়েক বছর বসছে গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে।
দিল্লিতে চলছে অটো এক্সপো। শীতের ঠান্ডা, ট্রাফিক জ্যাম থোড়াই কেয়ার করে মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন মানুষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -