অবশেষে স্বস্তি, আজ এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রাজধানীতে
তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তি। গতকাল, দিল্লির একাধিক জায়গায় বৃষ্টি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবারই মৌসম ভবন জানিয়েছিল রাজধানী সহ পাশ্ববর্তী বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে।
সেই অনুযায়ী, শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি।
এদিন দেরাদুনের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়।
মৌসম ভবন জানিয়েছে, আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
গতকাল মৌসম ভবন জানায়, পাকিস্তান থেকে উত্তর পশ্চিম ভারতে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবেই পঞ্জাব, হরিয়ান, দিল্লি, উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ সহ পশ্চিম মধ্য প্রদেশে বৃষ্টি হবে।
প্রাক বর্ষায় বরবারই তাপদাহের সাক্ষী থাকে উত্তর ভারতের একাধিক এলাকা।
পাকিস্তানে থেকে আগত গরম বাতাস হিমালয় অঞ্চল এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও উত্তর ভারতের একাংশে এখনও তাপদাহ জারি আছে। (সব ছবি- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -