Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Amazon Rainforest: বিমান ভেঙে পড়েও রক্ষা, আমাজনের গহীন অরণ্যে তিন সপ্তাহ, বেঁচে ফিরল দুধের শিশু-সহ চার খুদে
এক একটি গাছের উচ্চতা প্রায় ৪০ ফুট। সারাক্ষণ ভারী বৃষ্টি লেগেই রয়েছে। সূর্যের আলো ভিতর পর্যন্ত পৌঁছয়ই না। সেই আমাজন বৃষ্টি অরণ্যেই ভেঙে পড়েছিল বিমান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ,কাল বা পরশু নয়, প্রায় তিন সপ্তাহ আগে ভেঙে পড়ে বিমানটি। কারও জীবিত থাকার ভাবনা মাথায় আসা দূর, বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন সকলে।
কিন্তু দুই সপ্তাহ পর সেই গহীন জঙ্গলেই খোঁজ মিলল চার খুদের। তাদের মধ্যে রয়েছে এক শিশুও, যার বয়স মোটে ১১ মাস। বাকিদের বয়স যথাক্রমে চার, নয় এবং ১৩ বছর।
কলম্বিয়ার ভূখণ্ডে যে আমাজন বৃষ্টিঅরণ্য পড়ে, তার মধ্যে থেকেই খোঁজ মিলেছে তিন খুদে এবং এক শিশুর। তাতে গোটা দেশে খুশির আমেজ ধরা পড়েছে।
গত ১ মে এভিয়ানলাইন চার্টার্সের একটি বিমান একটি অরণ্য এলাকা থেকে সান হোসে দেল গুয়াভিয়ারের উদ্দেশে রওনা দেয়। কিন্তু কলম্বিয়ার আমাজন বৃষ্টি অরণ্যে সেটি ভেঙে পড়ে।
ওই বিমান দুর্ঘটনায় পাইলট সমেত তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন রানোকি মাকুটি নামের এক মহিলাও। ওই তিন খুদে এবং এক শিশু তাঁরই সন্তান বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর থেকেই আমাজনের জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ চলছিল। ১০০-র বেশি সেনা নামানো হয়। নামানো হয় স্নিফার ডগও। কিন্তু লাগাতার ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের প্রকোপে দুঃসাধ্য হয়ে উঠছিল উদ্ধারকার্য।
খুঁজতে খুঁজতে সম্প্রতি জঙ্গলের ভিতরে এক জায়গায় গাছের ডাল, লাঠি জমা থাকতে দেখেন উদ্ধারকারীরা। সেগুলি সাজিয়ে অস্থায়ী মাথা গোঁজার মতো কাঠামো তৈরি করা হয়েছিল একটি।
এর পর উদ্ধারকার্যের গতি আরও বাড়ানো হয়। তার পর একে একে কাঁচি, জুতো এবং চুল বাঁধার স্ক্রাঞ্চিও দেখতে পান উদ্ধারকারীরা। চোখে পড়ে আধখাওয়া ফলও।
চলতি সপ্তাহের সোম এবং মঙ্গলবার জঙ্গলের মধ্যে বিমানের পাইলট এবং বাকি দুই প্রাপ্তবয়স্কের দেহ উদ্ধার হয়। তার পর বৃহস্পতিবার তিন খুদে এবং এক শিশুর খোঁজ মিলেছে বলে জানান দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
কঠোর পরিশ্রমের পর সেনাবাহিনী ওই তিন খুদে এবং এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। গোটা দেশের জন্য এটা আনন্দের মুহূর্ত বলে জানান।
তবে ওই তিন খুনে এবং এক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও, তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ প্রায় তিন সপ্তাহ ধরে গহীন জঙ্গলে ঝড়-জল মাথায় নিয়ে ছিল তারা। তার বাইরেও কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তা জানা নেই। নৌকায় চাপিয়ে সোজা চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয় তাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -